জানেন কি? কিভাবে কোটি কোটি উপার্জন করছে Google , Apple, ও Zomato

 

 

 

1) Zomato

বাড়িতে বসে খাবার অর্ডার দিতে তো বেশ ভালো লাগে| খাবার অর্ডার দেয়ার কথা বললেই zomato র কথা মাথায় আসে |জানেন কী Zomato খাবার ডেলিভারি করেই রোজগার করে ১৫৮১ কোটি টাকা| এছাড়া Zomato র নতুন ক্রয় করা কোম্পানি ব্লিনকিত (blink it) Zomato কে জোগান দেয় প্রায় ১৪৩ কোটি টাকা | এছাড়া Zomato র অন্তর্গত হাইপার নেচার জোগান দেয় প্রায় ৩৩৪ কোটি টাকা।

2)IRCTC

IRCTC কে চেনেন না এমন মানুষ কমই আছেন। তবে এই সংস্থার আয়ের উৎস কোথায়? সমীক্ষা মারফত জানা গিয়েছে, প্রায় ৩০০ কোটি টাকা রোজগার করে আইআরসিটিসি কেবল মাত্র অনলাইন বা ইন্টারনেট বুকিং থেকে । তবে আইআরসিটি যেখান থেকে সবথেকে বেশি টাকা রোজকার করে সেটি হলো ক্যাটারিং ,খাবার বিক্রি করে রেল রোজগার করে ৩৩৪ কোটি টাকা। ট্রেন যাত্রায় বেরোলে জল নিয়ে বেরোতে আমরা প্রায়ই ভুলে যাই এবং স্টেশন এ পৌঁছে বা ট্রেনের মধ্যে আমরা সাধারণত “রেল নীর “এর জল পাই এই রেল নীর ইআরসিটিসি কে প্রায় ৭২কোটি টাকা র জোগান দেয় ।

3)Google

বর্তমান যুগকে গুগল বাবুর যুগ বললেও ভুল বলা হবে না |গুগল ছাড়া মানুষ অচল তা সে নিউইয়র্ক হোক বা নিউ জলপাইগুড়ি |জানেন কিভাবে কোনখান থেকে গুগল টাকা রোজগার করে তাহলে আসুন জেনে নিন| সার্চ এডভার্টাইজিং থেকে ৩৯.৫ বিলিয়ন ডলার রোজগার করে গুগল| আমরা ভিডিও বলতেই বুঝি ইউটিউব ,যেকোনো বিষয়ে ভিডিও দেখতে আমাদের ইউটিউব ছাড়া গতি নেই আর এই ইউটিউব ই এনে দেয় ৭.১ বিলিয়ন ডলার| অ্যান্ড্রয়েড মোবাইল এ অ্যাপ ডাউনলোড করার একমাত্র ভরসা প্লে স্টর গুগল কে জোগান দেয় ৬.৯ বিলিয়ন ডলার |এছাড়া গুগল ক্লাউড ৬.৯ বিলিয়ন ও গুগল অ্যাডসেন্স থেকে গুগল রোজগার করে ৭.৯ বিলিয়ন ডলার |

4)Apple

বর্তমান যুগে অ্যাপেলের ফোন থাকাটা একটা স্টাইল স্টেটমেন্ট হয়ে গেছে তা সে উচ্চবিত্ত হোক বা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত| আর এই আইফোন বিক্রি করেই অ্যাপল কোম্পানি রোজগার করে প্রায় ২০৫.৫ বিলিয়ন ডলার,ঘড়ি এবং এয়ার পড বিক্রি করে অ্যাপল এর রোজগার ৪১.২ বিলিয়ন ডলার |এছাড়া মাকবুক ও আইপ্যাড থেকে যথাক্রমে ৪০.২বিলিয়ন ও ২৯.৩ বিলিয়ন ডলার রোজগার করে আপেল |