আবাসের পর এবার এবার জল প্রকল্পেও তোলাবাজি

1140

আবাসের পর এবার এবার জল প্রকল্পেও তোলাবাজি। অভিযোগের তীর নবদ্বীপ পুরসভার বিরুদ্ধে। সূত্রের খবর, পানীয় জলের কানেকশন দিতে প্রত্যেক বাড়ি থেকে ৩ হাজার টাকা নেওয়ার অভিযোগ। সেই টাকা দিতে না পারলে স্থানীয় কাউন্সিলরের উপস্থিতিতে জলের কানেকশন কেটে দেওয়া হচ্ছে বলেও দাবি। এদিকে ওয়ার্ড কাউন্সিলর পারুল দেবনাথ জানিয়েছেন “আমাদের পুরসভায় নিয়ম আছে সেই কারণে ৩০০০ হাজার টাকা নেওয়া হচ্ছে। সবাই দিচ্ছে সেই টাকা। যদিও ২০২১ সালে নবদ্বীপে এসে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ভারতের প্রায় সব জায়গায় জলের উপর ট্যাক্স নেওয়া হয়। আমি বলেছিলাম জলের আর এক নাম জীবন। তাই জলের উপর ট্যাক্স নেওয়া যাবে না। এর জন্য কেন্দ্র আমাদের অনেক প্রজেক্ট আটকে দিয়েছে। আমাকে বলল, জলের উপর ট্যাক্স না নিলে বিশ্বব্যাঙ্ক বলেছে টাকা দেবে না। আমি বললাম ওদের টাকা ওরাই ঠিক করুক কোথায় দেবে। তবে ওদের কথা শুনে আমি মানুষের উপর ট্যাক্সের বোঝা বাড়াতে পারব না। তাতে আমার হলে হবে, না হলে না হবে। আমরা নিজেরা তৈরি করব।”

কিন্তু তৃণমূল পরিচালিত পৌরসভা সেই জলের উপরই ট্যাক্স নিচ্ছে বলে দাবি এলাকাবাসীর। মমতা শীল নামে ২৪ নম্বর ওয়ার্ডবাসী বলেন, “আমাদের প্রত্যেকের থেকে তিন হাজার টাকা নেওয়া হয়েছে। তবে এখনও লাইন দেয়নি।” সন্ধা চন্দ নামে আরও এক ওয়ার্ডবাসী বলেন, “বলেছে তিনহাজার টাকা করে দিতে হবে। ফর্ম ফিলাপের জন্য আরও ৬০ টাকা করে দিতে হবে।” এ দিকে, রাজ্যের জল-স্বপ্ন প্রকল্পে তিন হাজার টাকা নেওয়ার কথা বলা হয়নি। কেন্দ্রের জল-জীবন মিশনেও উপভোক্তার থেকে টাকা নেওয়ার কথা বলা নেই। তাহলে নবদ্বীপ পুরসভা কিসের টাকা নিচ্ছে?