আগামী ৫ ঘণ্টায় আরও ভয়ঙ্কর হবে ঘূর্ণিঝড় বিপর্যয়! জানুন, কতটা প্রভাব পড়বে বাংলায়?

ঘূর্ণিঝড় মোচার পর আবারও ঘূর্ণিঝড়ের দাপটের ইঙ্গিত দিল আবহওয়া দফতর। ইতিমধ্যে আরব সাগরে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানতে পারা গিয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয় ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে । মূলত, সেকারনে ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে বিপর্যয়। এই ঘূর্ণিঝড় বিপর্যয়ের নাম রেখেছে বাংলাদেশ। আবহওয়া দফতরের সূত্র মারফত, আগামী কয়েক দিনে ভারতের পশ্চিম উপকূলে এর প্রভাব পড়তে পারে। আগামী ১০ জুন পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্রমেই বাতাসের গতি বাড়তে থাকবে। এই সময়ে বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। একই সঙ্গে জানতে পারা যাচ্ছে আগামী ২৪ ঘণ্টায় কোঙ্কণের উপকূবলীয় এলাকা রায়গড়, রত্নগিরি, সিন্ধুদর্গ ছাড়াও মুম্বই, থাণের পালঘর এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হবে। ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের ফলে গুজরাতে তুমুল সতর্কতা জারি করা হয়েছে । গুজরাতের বন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তবে বাংলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটুকু পড়বে, সেবিষয়ে আবহওয়াবিদরা জানাচ্ছেন, চলতি ( জুন) মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে সেই হিসেবে ঘূর্ণিঝড়টির প্রভাব বাংলায় না পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।