ইডির নজরে এবার সিভিক ভলান্টিয়ার, দুর্নীতি মামলায় উঠে আসতে পারে একাধিক নয়া তথ্য

নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে এবার সিভিক ভলান্টিয়ার। শুক্রবার সিজিও কমপ্লেক্সে বিষ্ণুপুরের সিভিক ভলান্টিয়ার রাহুল বেরা হাজিরা দেবার পর ইডি জেরায় কালীঘাটে কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের মুখোমুখি হতে পারেন এই সিভিক ভলান্টিয়ার। জানা গিয়েছে, এই সিভিক ভলান্টিয়ার কালীঘাটের কাকুর ‘ঘনিষ্ঠ’ হিসেবেই পরিচিত। পাশাপাশি এই সিভিক ভলান্টিয়ার এবং কালীঘাটের কাকুকে মুখোমুখি বসিয়ে জেরা করা হলে একাধিক নয়া তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে রাহুলের বাড়িতে তল্লাশি চালান গোয়েন্দারা। এবং নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু নথি প্রসঙ্গে গোয়েন্দাদের সন্দেহের নজরে পড়েন তিনি। অন্যদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। তাঁকে ১৩ জুন হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় তাঁকে আগেই জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই । আর এবার ইডির তলব।

এদিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে উঠে এসেছিল বেহালার বাসিন্দা সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর নাম। তাঁর বিলাসবহুল বাড়ি দেখে চোখ কপালে উঠেছিল অনেকেরই। যদিও পরিশ্রম করে তিনি এই বাড়ি তৈরি করেছিলেন, এমনটাই শোনা গিয়েছিল তাঁর গলায়।