পুজোর মুখে ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের, মাথায় হাত মধ্যবিত্তের

পুজো আবহে ফের জ্বালানির দাম বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। জানা গিয়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়বার ফলে এই নিয়ে পর পর ৩ দিন দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। মূলত, কলকাতায় পেট্রোলের লিটারপ্রতি দাম হয়েছে ১০২ টাকা ৭৭ পয়সা। এবং ডিজেলের দাম লিটারপ্রতি হয়েছে ৯৩ টাকা ৫৭ পয়সা । যার ফলে পরিবহণ খরচ থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর মুখে বাড়তে পারে সবরকম জিনিসপত্রের দামও। আর এসব নিয়ে মাথায় হাত মধ্যবিত্তের। অর্থাৎ করোনা আবহে লক্ষ লক্ষ মানুষ কাজ হারিয়েছেন। পকেট প্রায় ফাঁকা । তার ওপর অগ্নিমূল্য নিত্য প্রয়োজনীয় জিনিস। এসবের মধ্যে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে মধ্যবিত্তর। এদিকে, জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে পাল্লা দিয়ে চলছে রাজনীতি। জ্বালানির দাম নিয়ে তরজায় জড়িয়েছে সব রাজনৈতিক দলই। কিন্তু স্বস্তিটা মিলবে কবে? তার উত্তর চাতক পাখির মতন বসে আছে সাধারন মানুষ।