বিজেপির হাত ছাড়িনি, মোহন ভাগবতের সঙ্গে মঞ্চে উঠে স্পষ্ট বার্তা আদানির

এর আগে একাধিকবার সামনে এসেছিল যে বিজেপি তথা আরএসএস সম্পূর্ণভাবে গৌতম আদানির পাশে রয়েছেন। সেটি আরও একবার স্পষ্ট হয়ে গেল নাগপুরের একটি অনুষ্ঠান মঞ্চ থেকে। একটি ক্যান্সার হাসপাতালের সম্প্রসারিত অংশের উদ্বোধনে গৌতম আদানি সঙ্গে একই ফ্রেমে দেখা যায় সংঘ প্রধান মোহন ভগবতকে। এমনকি ওই মঞ্চে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য নীতিন গড়করি। এছাড়া উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

প্রসঙ্গত হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার পর সব বিরোধী দল একত্রিত হয়ে আদানি গোষ্ঠী তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করেছিল। যদিও এই বিষয়ে প্রধানমন্ত্রীকে কখনওই মুখ খুলতে দেখা যায়নি। অন্যদিকে অনেকেই অভিযোগ করেছিলেন, হিন্ডেনবার্গের রিপোর্ট আসলে ভারতের বিরুদ্ধে বিদেশি শক্তির ষড়যন্ত্র।

বলে রাখা ভালো, হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পরই আদানিরা শেয়ার বাজারে মুখ থুবড়ে পড়ে। ঐশ্বর্যের শিখর থেকে বিশ্বের সেরা ধনীদের তালিকায় প্রথম ৪০ জনের মধ্যে নিজের নাম হারিয়ে ফেলেন গৌতম আদানি। জানা গিয়েছে, ক্যান্সার হাসপাতালের বর্ধিত যে অংশের উদ্বোধনে এদিন মোহন ভগবত ও গৌতম আদানি গিয়েছিলেন, সেই হাসপাতালটিও বিজেপি ঘনিষ্ঠ এক শিল্পপতির।