মুকুল রায়কে নিয়ে বড় খবর! ঘরের ছেলে অবশেষে ঘরে ফিরল

সম্প্রতি কিছুদিন আগেই আচমকা দিল্লি এয়ারপোর্টে দেখা গিয়েছিল মুকুল রায়কে। তারপর দেখতে দেখতে কেটে গিয়েছে ১২ দিন। কিন্তু হয়নি কোনও কাজ।

১৭ এপ্রিল রাজধানীতে পা রেখেছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। সল্টলেকের বাড়ি থেকে আচমকাই উধাও হয়ে যান তিনি। তাঁর ছেলে এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ জানান। এরই মধ্যে দিল্লি থেকেই মুকুল রায় সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, তিনি প্রধানমন্ত্রী, অমিত শাহ, জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করবেন। কিন্তু তাঁর দিল্লি সফর গোটাটাই বিফলে গিয়েছে।

১২ দিনের মাথায় খালি হাতেই ফিরেছেন তিনি। ১৭ই এপ্রিল হঠাৎ করে কাউকে না জানিয়ে কেন দিল্লিতে মুকুল রায় গেলেন তা জল্পনা বাড়িয়েছিল। ২০২১ এর বিধানসভার নির্বাচনের পর আচমকাই বিজেপিতে ইস্তফা দিয়ে তৃণমূলে ফিরে আসেন মুকুল রায় ও তাঁর ছেলে শুভ্রাংশু রায়। উঠে আসেন আলোচনার শিরোনামে। কারণ ২০১৭ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। শুভ্রাংশু রায় জানিয়েছিলেন, তাঁর বাবা মানসিকভাবে অসুস্থ। তিন চার বছর আগের সমস্ত স্মৃতি তিনি নাকি হারিয়ে ফেলেছেন। এর প্রমাণ মেলে, বেশ কয়েকবার সংবাদমাধ্যমের সামনে বেফাস মন্তব্য, অসংলগ্ন বয়ানের কারণে অস্বস্তি করতে হয়েছিল রাজনৈতিক দলগুলিকে।

প্রসঙ্গত, বর্তমানে তৃণমূল কংগ্রেস ও বঙ্গ বিজেপি দুই দলই কার্যত মুকুল রায়কে ঝেড়ে ফেলেছে। দল ত্যাগ করায় মুকুলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও মুকুল রায়কে বিজেপির বিধায়ক বলেই উল্লেখ করেন।