মধ্যবিত্তের কপালে ভাঁজ। পেট্রোল- ডিজেলের পর এবার সেঞ্চুরির পথে কেরোসিনের দাম।

7471

পেট্রোল-ডিজেলের দামেই এমনিতেই নাভিশ্বাস উঠছে আমজনতার। গাড়ি নিয়ে রাস্তায় বেরোলেই যাচ্ছে পকেট ফাঁকা। আবার গরীবের হেঁসেলে ভরসা কেরোসিনও সেঞ্চুরির পথে।

জুন মাসে কলকাতা ও সল্টলেকে রেশন দোকানগুলিতে এক লিটার কেরোসিন তেলের দাম ছিল ৮৯ টাকা। পরিবহন খরচের তারতম্যের কারণে দূরের কোন কোন জেলায় তার দাম ছিল আরও কয়েক টাকা বেশি। বিশেষজ্ঞদের মতে, জুলাইয়ে কেরোসিনের দাম এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে।

আন্তর্জাতিক বাজারে ইদানিং অপরিশোধিত তেলের দাম কমেছে।তার পরেও কেন বাড়তে চলেছে কেরোসিনের দাম? আসলে চলতি মাসে বিক্রি হওয়া কেরোসিন তেলের ইস্যু প্রাইজ এক ধাক্কায় লিটার পিছু ১৩ টাকা বাড়িয়ে দিয়েছে রাষ্ট্রীয়ত্ব তেল সংস্থাগুলি। এই ইস্যু প্রাইজের সঙ্গে ৫ শতাংশ GST , পরিবহন খরচ , ডিলারের কমিশন যোগ করে কেরোসিনের খুচরো বিক্রয় মূল্য ঠিক করে রাজ্যের খাদ্য দপ্তর। ইস্যু প্রাইজ বাড়ার ফলে কেরোসিনের দাম ডিজেলকে চাপিয়ে যাবেই, পেট্রোলের ঘাড়ে নিশ্বাস ফেলবে কেরোসিন।

বর্তমানে ডিজেল বিক্রি হচ্ছে লিটার পিছু ৯২ টাকায় , পেট্রোলের দাম ১০৬ টাকার উপরে। এই পরিস্থিতিতে কেরোসিনের দাম বাড়ায় নিম্ন মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ।

গ্রাম অঞ্চলের অনেক বাড়িতেই এখনও রান্না করতে কেরোসিন স্টোভই ভরসা। পাশাপাশি চাষের কাজেও কেরোসিন ব্যবহার হয়,বিদ্যুৎ চালিত রিকশাও চলে কেরোসিনে। কেরোসিনের দাম বাড়ায় রাজনৈতিক মহলেও তরজা তুঙ্গে।