বিধায়ককে বলো কর্মসূচি নিয়ে এল তৃণমূল। জেনে নিন, কি সুযোগ সুবিধা পাবেন আপনি?

এলাকাবাসীর সমস্যা, চাহিদা জানানোর জন্য হেল্প লাইন।

1029

তৃণমূলের টার্গেট ২০২৪। জনসংযোগ বাড়াতে উদ্যোগী রাজ্যের শাসক দল। তাই এবার তৃণমূলের নতুন কর্মসূচি ‘বিধায়ককে বলো’।

এদিকে ইতিমধ্যেই নিজের নিজের বিধানসভা কেন্দ্রে কর্মসূচি শুরু করে দিয়েছেন অদিতি মুন্সী এবং দেবাশীষ কুমার। তৃণমূল সূত্রে খবর, একে একে অন্যান্য বিধায়করা নামবেন ময়দানে।

২০১৯ লোকসভা ভোটের ফলাফলের পর থেকেই কোমড় বেঁধে ময়দানে নেমে পড়েছিল তৃণমূল, শুরু হয় ‘দিদি কে বলো’ কর্মসূচি। এই এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পায় তৃণমূল। এর পর ‘দিদির দ্যূত’ ঘোরে বাংলার বিভিন্ন জায়গায়। একুশের বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে মমতা সরকার। সামনে এবার পঞ্চায়েত ভোট,তার পরেই লোকসভা ভোট। এই প্রেক্ষাপটে দাড়িয়ে সম্প্রতি নিজের ডায়মন্ড হারবার কেন্দ্রে ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচি সূচনা করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এলাকাবাসীর সমস্যা, চাহিদা জানানোর জন্য হেল্প লাইন। হেল্প লাইন চালু রাজারহাট গোপালপুরের বিধায়কের। তৃণমূলের অদিতি মুন্সীর স্লোগান,‘আমার কথা বিধায়কের কাছে।’

অন্যদিকে, QR code চালু করছেন রাসবিহারির তৃণমূল বিধায়ক দেবাশীষ কুমার। এতে অভিযোগ বা পরামর্শ দানকারীর পরিচয় গোপন থাকবে।