বড় খবর: ২২শে জুন অবধি বন্ধ রাজ্যের সব স্কুল!

একদিনে কমপক্ষে ৪৪ জনের মৃত্যু হয়েছে।গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ।রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিত্সা চলছে।মাত্রাতিরিক্ত গরমের জন্য ফেল ছুটি পড়ে গেল রাজ্যের সমস্ত সরকারি ও সরকারী অনুমোদিত স্কুলগুলিতে।সূত্রের খবর,বিহারের রাজধানী পাটনার সব স্কুল ১৯ জুন পর্যন্ত ও মজফ্ফরপুরে ২২জন পর্যন্ত গরমের ছুটি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত,চলতি মুরসুমে বিহারের তাপমাত্রা গত ১০ বছরের রেকর্ড ছাপিয়েছে।শনিবার সেখানে তাপমাত্রা ছিল ৪৫.৮ ডিগ্রি সেলিয়াস।আগামী কয়েক দিনও এই আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর।তাই আগামী ১৯শে জুন পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।