একবারে ৬০- এর ঘরে! অবিশ্বাস্য হারে দাম কমতে পারে পেট্রোল ও ডিজেলের

7372

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। যার জেরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে আমজনতার জন্য কিছুটা স্বস্তির খবর দিল সিটি গ্রুপ। সিটি গ্রুপের দাবি, অপরিশোধিত তেলের দাম পতন হতে পারে। কবে হবে ? সেই বিষয়ে সিটি গ্রুপ জানিয়েছে, বছরের শেষের দিকে দাম কমতে পারে। কারণ অপরিশোধিত তেলের দাম ৬৫ ডলার প্রতি ব্যারেল হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিটি গ্রুপ আরও জানিয়েছে, যদি এমনই চলতে থাকে সেক্ষেত্রে পরের বছরের শেষ পর্যন্ত জ্বালানির দাম ৪৫ ডলার ব্যারেল হতে পারে ৷ এই সময়ে ক্রুড অয়েলের দাম ১০৫ ডলার প্রতি ব্যারেল ৷ যা কমে ৫৮ শতাংশের নীচে আসতে পারে ৷সারা বিশ্বব্যাপি যে আর্থিক মন্দা (Global Recession) চলছে, তাই অপরিশোধিত তেলের দাম চাহিদা কমতে পারে ৷ যদি অপরিশোধিত তেলের দামের উপরে নজর রাখা হয় সেক্ষেত্রে বিশ্ব অর্থব্যবস্থায় (Global Economy) সঙ্কট দেখা দিয়েছে ৷ অপরিশোধিত তেলের দামে ভারী পতন লক্ষ্য করা গিয়েছে ৷

উল্লেখ্য, ২০০৮ সালেও সারা পৃথিবী জুড়ে যখন আর্থিক মন্দা দেখতে পাওয়া গিয়েছিল ঠিক তখনই অপরিশোধিত খনিজ তেলের দাম ১৪৯ ডলার প্রতি ব্যারেল থেকে কমে ৩৫ ডলার প্রতি ব্যারেল হয়েছিল। এরপরে করোনা ভাইরাসের সংক্রমণ ( Covid-19 Pandemic), সারা পৃথিবীজুড়ে লকডাউন ( Lockdown) এর ফলে অপরিশোধিত খনিজ তেলের দাম কমে ২০ ডলার প্রতি ব্যারেল হয়েছে। আমেরিকার আর্থিক মন্দা ফলে অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার প্রতি ব্যারেলের কম হয়েছিল ৷ এর থেকে বারেবারে প্রমাণিত হয়েছে যখনই আর্থিক মন্দা দেখা দিয়েছে পতন দেখতে পাওয়া গিয়েছে ৷ যদি অপরিশোধিত তেলের দামে পতন আসে সেক্ষেত্রে ভারতের জন্য অত্যন্ত ভাল খবর ৷ ভারতের সংগ্রহে ৮০ শতাংশ অপরিশোধিত তেলে আমদানি করা হয়। যদি অপরিশোধিত তেলের দামে পতন আসে সেক্ষেত্রে ভারতের জন্য অত্যন্ত ভাল খবর ৷ ভারতের সংগ্রহে ৮০ শতাংশ অপরিশোধিত তেলে আমদানি করা হয়।