১৮ই নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে অর্ণব!

69

 

গতকাল সকালে আত্মহত্যার মামলায় প্ররোচনা দেওয়ার জন্য গ্রেপ্তার করা হয়েছিল রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীকে, আর তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় তার পক্ষ-বিপক্ষ নিয়ে তীব্র সমালোচনা, মিমের ঢেউ বয়ে যায়। এবার তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল আলিবাগ আদালত। ১৮ই নভেম্বর পর্যন্ত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আলিবাগ জেলা আদালতের বিচারক।

মুম্বই পুলিশের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগও এনেছেন রিপাবলিক টিভির সম্পাদক। অভিযোগ, তাঁর শ্বশুর, শাশুড়ি, স্ত্রী ও ছেলের সঙ্গে অভব্য আচরণ করেছে পুলিশ। বাড়িতে গিয়ে তাঁকে হেনস্থা করার জন্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন অর্ণব। অন্যদিকে, মুম্বই পুলিশের এক মহিলা অফিসারকে নিগ্রহের অভিযোগে গতকাল সন্ধ্যায় অর্ণবের বিরুদ্ধে আরও একটি এফআইআর দায়ের হয়েছে।

গতকাল সকালে অর্ণবের লোয়ার প্যারালের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ, গ্রেফতারির পর থেকেই একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, যেমন প্রকাশ জাভেড়কর, রবিশঙ্কর প্রসাদ, স্মৃতি ইরানিরা মহারাষ্ট্র সরকারের নিন্দা করেছেন। বিজেপি সভাপতি জেপি নাড্ডা এই ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেছেন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এই ঘটনাকে রাজ্য সরকারের ক্ষমতার নির্লজ্জ অপব্যবহার বলেছেন।