আসন্ন বিধানসভা নির্বাচনে তবে কি বিজেপিরও তুরুপের তাস সেলিব্রেটি!

53
Supporters of India's ruling Bharatiya Janata Party (BJP) wave the party flags during an election campaign rally being addressed by India's Prime Minister Narendra Modi in New Delhi, India, May 8, 2019. REUTERS/Adnan Abidi

বাম আমলে পশ্চিমবঙ্গ নির্বাচনের মুখ হিসাবে দেখা গিয়েছিল বহু তারকাকে, সেই পথে হেঁটে সফলতা পেয়েছে তৃণমূলও, অভিনেতা দেব, নুসরত, মিমি। এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই সেই পথে হাঁটার পরিকল্পনা নিতে দেখা যাচ্ছে বিজেপি-কেও। এর আগে দলে লকেট চ্যাটার্জি, রূপা গাঙ্গুলী, জয় ব্যানার্জিকে দেখা গিয়েছে, সাথে রাজ্য বিজেপির শীর্ষ নেতা রাহুল সিনহা অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন। এছাড়াও নতুন কিছু তারকাদের দলে টানার দিকে আগ্রহী রাজ্য বিজেপি, তবে কারা আছে সেই তালিকায় তা জানা যায়নি এখনো। 

সেলিব্রিটিরা কোনো দলের পক্ষে কথা বললে তাদের ইমেজ সেই দলকে একটু বাড়তি সুবিধা দেবে, বহু মানুষ তাঁদের দ্বারা প্রভাবিত হবে এই মনোভাব থেকেই রাজনীতিতে প্রবেশ ঘটে একাধিক সেলিব্রেটির।

তাই শুধু সিনেমা জগত নয়, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়েও বহু দিন ধরেই চর্চা চলছে রাজ্য রাজনীতিতে। এমনকি এটাও শোনা যাচ্ছে যে সৌরভ নাকি আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন। যদিও বিজেপি বা সৌরভ কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি কখনো।