নিউজিল্যান্ডের প্রথম ভারতীয় মন্ত্রী হিসাবে ইতিহাস গড়লেন প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন

53

 

ভারতবাসী বরাবরই কীভাবে বিশ্বজয় করেছে তা দেখিয়েছে, আর এবার তা আবার করে দেখালেন কেরলের প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনের মন্ত্রীসভায় যুবকল্যাণ এবং জনজাতি উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পেলেন ৪১ বছর বয়সী এই কন্যা। প্রসঙ্গত বলা যায়, এই প্রথম নিউজিল্যান্ডের মন্ত্রীসভায় ঢুকে পড়ল ভারতীয় মুখ।

প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন জন্ম চেন্নাইতে হলেও তাঁর বেড়ে ওঠা সিঙ্গাপুরে। স্নাতকোত্তর ডিগ্রি নিতে তিনি নিউজিল্যান্ডে পাড়ি দেন। সেখানেই সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন। তিনি বিয়ে করেন নিউজিল্যাণ্ডের আইটি ফার্মে কর্মরত রিচার্ডসনকে। এরপর ২০০৬ সাল থেকে নিউজিল্যান্ড লেবার পার্টির সদস্য হলেও ২০১৭ সালে সাংসদ হিসেবে নির্বাচিত হন প্রিয়াঙ্কা। তারপর কয়েক বছর যেতে না যেতেই ঢুকে পড়েন আর্ডেনের মন্ত্রীসভায়।