বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে:হাসিনা

46

বাংলাদেশ থেকে ভারতে আসা মানুষদের তাড়িয়ে দেওয়া হবে।একাধিকবার বিজেপির শীর্ষ নেতৃত্বের বক্তব্য রাখতে গিয়ে বলেছেন।বর্তমানে ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছে গেরুয়া শিবির।এমনতাই অভিযোগ করছে অ-বিজেপি দলগুলি।সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রীতির বার্তা দিলেন।সোমবার বিকেলে বড়দিন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাসভবনে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা। সেখানে তিনি বলেন, ‘বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। যে কোনও ধর্মের উৎসব আয়োজনে সরকার প্রতিবছরই সহযোগিতা করে থাকে।’

অন্যদিকে, এদিন সংখ্যালঘু সম্প্রদায়ের আর্থিক সহায়তার কথা উল্লেখ করে হাসিনা বলেন, ‘আমাদের মুসলমানদের যেমন ১০০ টাকার মাধ্যমে তার সন্তানদের সম্পত্তি হেবা করে দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু এই সুযোগ খ্রিস্টানদের ছিল না। আমরা আইন করে একই বিধান করেছি। ফলে আপনাদের সন্তানদের জন্য সমান সুযোগ সৃষ্টি হয়েছে। ২০০৯ সালে খ্রিস্টান ধর্ম কল্যাণ স্ট্রাস্টে ৫ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে’।