Turkey and Syria earthquake: শেষ ছোঁয়া! মৃত মেয়ের হাত ধরে বসে আছেন অসহায় বাবা

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ হতাহত হয়েছে। ভূমিকম্পে আঘাত হানা অঞ্চলগুলো যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৫ হাজার ১০০ ছাড়িয়েছে। এবং হতাহতের সংখ্যা প্রায় ২১ হাজার ছাড়িয়েছে । পাসাপাশি ভূমিকম্পে বহু ভবন ধসে পড়েছে। অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছেন। কাউকে কাউকে জীবিত উদ্ধার করা হচ্ছে।

সোমবার ভোরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এই ভূমিকম্পে তুরস্কের শহর কাহরামানমারাসে একটি ভবনের নিচে চাপা পড়ে মারা যান ১৫ বছর বয়সী কিশোরী ইরমাক। একটি ছবিতে দেখা যায় ধ্বংসস্তূপের ওপর বসে তার বাবা মেসুত হ্যান্সার মৃত মেয়ের হাত ধরে বসে আছেন। মেয়ে ধ্বংসস্তূপের নিচেই চাপা পড়ে আছে। মঙ্গলবার হৃদয়বিদারক ছবিটি তুলেছেন এএফপির আলোকচিত্রী আদেম আলতান। এই আলোকচিত্রীর অনেকগুলো ছবির একটি এটি। ধ্বংসস্তূপের নিচে বেঁচে থাকা কাউকে পাওয়া যায় কি না, সেই সন্ধান চালিয়ে যাচ্ছেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই এই উদ্ধারকাজ চলছে। সামনের দিনগুলোতে আবহাওয়া আরও প্রতিকূল হওয়ার পূর্বাভাস রয়েছে।