ভূমিকম্প প্রাণ কেড়েছে নবজাতকের! মৃতদেহ জড়িয়ে ধরে একের পর এক স্নেহচুম্বন বাবার

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ তথ্য মতে, দুই দেশে ৫ হাজার ২১ জন মারা গেছেন। তুরস্কে ৩ হাজার ৪১৯ জন আর সিরিয়ায় এক হাজার ৬০২ জন মারা গেছেন। আহত হয়েছেন ১৮ হাজারের বেশি মানুষ। রয়টার্স জানিয়েছে, সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে আধিকারিকরা ৭৯০ জনের মৃত্যুর সংবাদ দিয়েছে। তবে, মৃত্যুর সংখ্যা আরও অনেক বাড়বে বলে জানা গেছে। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত উকতাই বলেছেন, দুই দিনে তাদের দেশে মোট ৩ হাজার ৪১৯ জনের মৃত্যু হয়েছে। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার আধিকারিক ওরহান তাতার মঙ্গলবার জানিয়েছেন, অনুসন্ধান ও উদ্ধারকাজে ২৩ হাজার ৪০০ কর্মী যোগ দিয়েছেন। ১০টি প্রদেশে ৭ হাজার ৮০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। আর ৫ হাজার ৭৭৫টি বাড়ি ধসে যাওয়ার খবর নিশ্চিত হয়েছে।

আর এই মৃতদের মধ্যে রয়েছে সিরিয়ার জিন্দাইরিসের এক নবজাতক শিশু। প্রাণঘাতী ভূমিকম্প প্রাণ কেড়েছে তার। আর তাতেই শোকে কাতর তার বাবা। এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ছোট্ট সন্তানের মৃতদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে কোলে জড়িয়ে ধরে অঝোরে কেঁদে চলেছে বাবা। অনেক চেষ্টা করেও তাঁকে থামাতে পারছে না আত্মীয়পরিজনেরা। কাঁদতেই কাঁদতেই সন্তানকে একের পর এক স্নেহচুম্বন করে চলেছেন তিনি। প্রসঙ্গত, সোমবার স্থানীয় সময় অনুযায়ী ভোরে ৪টে নাগাদ কেঁপে ওঠে তুরস্ক এবং সিরিয়ার বিস্তীর্ণ এলাকা।