ট্রাফিক জট কাটাতে বাড়তি পুলিশ নিয়োগ

একের পর এক ভয়াবহ ব্রীজ দুর্ঘটনায় একপ্রকার সন্ত্রস্ত শহরবাসী। তার সাথে যুক্ত হয়েছে ট্রাফিক বিভ্রাট। অফিস-স্কুল-কলেজের এই রোজনামচায় ব‍্যস্ত মানুষের মত একইভাবে ব‍্যস্ত কলকাতার রাস্তাঘাট। মাঝেরহাট ব্রীজ ভেঙ্গে পড়ায় সাধারন মানুষের কপালে পড়েছে ভাঁজ। সময় হাতে নিয়ে না বেরোলে গন্তব‍্যে পৌঁছানো অসম্ভব, গোটা শহরের বর্তমান পরিস্থিতি এক বিভীষিকা।

এই সমস‍্যা লাঘবের উদ‍্যোগ নিয়েছে এবার কলকাতা পুলিশ। কে. পি-র বিভিন্ন জায়গার বিভিন্ন পদে নিযুক্ত অফিসারদের মোতায়েন করা হল যাতে শহরজুড়ে থাকা ট্রাফিক জট খোলা যায়। অ্যাসিস্টান্ট কমিশনার ও পুলিশ  ইন্সপেক্টরদের পাবলিক সার্ভিস হেতু ট্রাফিক পুলিশের দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। শ্রী পার্থ সারথী নাগ, অ্যাসিস্টান্ট কমিশনার পুলিশ-এর নির্ধারিত ডেপুটেশন বাতিল করে ট্রাফিক পুলিশেই মোতায়েন করা হয়েছে। টালিগন্জ রোড, নিউ আলিপুর আইল‍্যান্ড, তারাতলা, ডিপিএস রোড, ক্ষিদিরপুর ক্রসিং, মোমিনপুর ক্রসিং, বেহালা চৌরাস্তা, ডায়মন্ড পার্ক, করুণাময়ী, বি.এল.শাহ রোড, টালিগন্জ মেট্রো স্টেশন, সিরিটি মোড় ইত‍্যাদি জায়গায় ট্রাফিক পুলিশদের নিয়োগ করা হয়েছে। মাঝেরহাট ব্রীজ ভাঙ্গার পর থেকে থেকে ট্রাফিক যে প্রবল হয়রানির কারণ হয়ে দাঁড়াচ্ছে তা যতটা সম্ভব স্বাভাবিক করার প্রচেষ্টায় এই উদ্যোগ নেওয়া কলকাতা পুলিশের।