দ্বিতীয় হুগলী সেতুতে টোল-ফ্রী এবার দু-চাকা

74

আরও একটি নতুন পদক্ষেপ। বলা যায় বাইক আরোহী, বিশেষত যারা নিত্য যাতায়াত করেন দ্বিতীয় হুগলী সেতুতে, তাদের জন্য সুখবর আনল রাজ্য সরকার।

“১ লা অক্টোবর থেকে দ্বিতীয় হুগলি সেতুতে আর টোল ট্যাক্স দিতে হবে না বাইক আরহীদের”,- ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি আরও বলেন,-“এই টোল ট্যাক্স মুকুবের ফলে রাজ্যের পাঁচ-ছয় কোটি টাকা রাজস্ব ক্ষতি হবে। তবে সাধারণ মানুষকে সেতুতে যানজটের হাত থেকে রেহাই দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” অর্থাৎ, ৫ টাকার যে টোল ট্যাক্স প্রত্যহ যাতায়াতকারী বাইক আরোহীদের দিতে হত, ১লা অক্টোবর থেকে তা আর দিতে হবে না। ব্যস্ত সময়ে দ্বিতীয় হুগলি সেতুতে যানজটের সমস্যা মেটাতেই এমন উদ্যোগ রাজ্য সরকারের।

প্রসঙ্গত, হাওড়া এবং কলকাতার এই সংযোগস্থলে নিত্য প্রায় কয়েক কোটিরও বেশী যানবাহন চলাচল করে। সরকারী সূত্র জানিয়েছে, ওই সংযোগস্থলে নিত্য প্রায় ৮৪ লক্ষ বাইক ও স্কুটি চলাচল করে। প্রসঙ্গত, প্রত্যহ অফিস টাইমেই সাধারণত বেশীরভাগ বাইক ও স্কুটি যাতায়াতের সময় টোল দেওয়ার জন্য প্লাজার সামনে লম্বা লাইন পড়ে চার চাকা গাড়ি, বাস ও বাইকের। ফলে ব্যস্ত সময়ে দ্বিতীয় হুগলি সেতুতে ব্যাপক যানজট হয়।

আজকের প্রধানত, টাস্ক ফোর্সের বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগে মাঝেরহাট ব্রিজ ভেঙ্গে পড়ায়, রাজ্য জুড়ে ২০ চাকার লরি চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং রাজ্যে ২০ চাকা লরি ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তকে হাতিয়ার করেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে ক্রমাগত। আজকের বৈঠক ছিল সেই বিষয়েই,- আজ দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে কড়া অবস্থানের কথাই জানান তিনি। সাথে ২০চাকা লরি ছাড়া অন্য কোনও লরি রাজ্যে ঢোকার ক্ষেত্রে যেন কোনওরকম বাধার চেষ্টা পুলিশ না করে, সে কথা কড়া ভাষায় জানান মুখ্যমন্ত্রী। সাথে টোল ট্যাক্স মুকুবের কথাও জানান তিনি।

পূজোর আগে এক নতুন পদক্ষেপ রাজ্য সরকারের তরফ থেকে, যা সাধারণ মানুষকে যে বেজায় খুশি করবে তা বলাই বাহুল্য।