ঐতিহাসিক দিন, গঙ্গার তলা দিয়ে এপার-ওপার হল মেট্রো

দীর্ঘ প্রতীক্ষার অবসান। কারণ তিলোত্তমার স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। মেট্রো রেল সূত্রে খবর, অল্প কয়েক দিনের মধ্যেই মেট্রোপথে জুড়ে যেতে চলেছে হাওড়া এবং কলকাতা। ভারতের প্রথম মেট্রো পরিষেবা চালু হয়েছিল কলকাতাতেই। এবার সেই কলকাতাতেই ইতিহাস তৈরি হতে চলেছে। বুধবার মেট্রো দুটি রেক গঙ্গার নিচে ভূগর্ভস্থ সুরঙ্গ দিয়ে পৌঁছালো হাওড়ায়।

মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, আপাতত হাওড়া ময়দান স্টেশনেই থাকবে দুটি রেক। কয়েকদিন পর থেকেই শুরু হয়ে যাবে ট্রায়াল রান। বুধবার সকাল ১১.৫২ মিনিটে প্রথম রেকটি হাওড়া ময়দানে এসে পৌঁছায়। কিছু সময় পরেই দ্বিতীয় রেকটিও চলে আসে। কলকাতা মেট্রো জেনারেল ম্যানেজার জানিয়েছেন, এটা কলকাতা শহরের জন্য ঐতিহাসিক মুহূর্ত। আগামী সাত মাস এই ট্রায়াল চলবে। ইতিমধ্যেই ট্রায়াল রান প্রস্তুতি পর্ব শুরু হয়েছে। যদিও আজকেরটা ট্রায়াল রান নয়।

সময় যত এগোচ্ছে ক্রমশ আরও উন্নয়নের পথে এগিয়ে চলেছে তিলোত্তমা। নিত্যযাত্রীদের যাতায়াত আরও সুবিধাজনক করার জন্য নানান পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে গঙ্গার তলা দিয়ে মেট্রো রেল তৈরির কাজ চলছিল। আর গোটা তিলোত্তমা বাসী আশায় বুক বাঁধছিল কবে শেষ হবে এই কাজ। সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে এবার।