আসছেন আকোস্টার সঙ্গী, আইলিগে ফের চার্চিল

আকোস্টার দোভাষী হিসেবেও তিনি দলের সাথে আকোস্টার বোঝাপড়াকে আরও ভাল করতে সক্ষম হবেন

ইস্টবেঙ্গলের আরেক তারকা বিদেশী এবার শীঘ্রই আসছেন কলকাতায়। সবকিছু ঠিকঠাক থাকলে এই রবিবারই কলকাতায় আসতে পারেন স্প্যানিশ ডিফেন্ডার বোরহা গোমেজ পেরেজ। রিয়াল মাদ্রিদের প্রাক্তনী এই খেলোয়াড়টি শনিবার মাদ্রিদ থেকে বিমানে উঠবেন এবং রবিবার দুপুরে কলকাতা বিমানবন্দরে নামবেন। ফলে আশা করাই যায়, রবিবাসরীয় দুপুরে নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে ইস্টবেঙ্গল সমর্থকদের ভিড় দেখা যাবে।

মেসিকে আটকাচ্ছেন গোমেজ

ইস্টবেঙ্গলে যিনি তার সতীর্থ হবেন সেই জনি আকোস্টা স্প্যানিশ ছাড়া আর কোনও ভাষায় সুবিধে বোধ করেন না। সেদিক থেকে বোরহা গোমেজ স্প্যানিশের পাশাপাশি ইংরেজি ভাষাতেও দক্ষতা রয়েছে। ফলে তার সাথে আকোস্টার যেমন ভালোই সদ্ভাব হবে, তেমনই আকোস্টার দোভাষী হিসেবেও তিনি দলের সাথে আকোস্টার বোঝাপড়াকে আরও ভাল করতে সক্ষম হবেন। বোরহা নিজেও জানিয়েছেন যে তিনি কথা বলতে খুব পছন্দ করেন এবং আশা করেন ইস্টবেঙ্গলে এসে তিনি দ্রুত মানিয়ে নিতে পারবেন।

অন্যদিকে আইলিগে ফের ফিরছে চার্চিল ব্রাদার্স। গত মরশুমে অবনমনে চলে গেলেও মূল পর্বে ফিরে আসার আবেদন করে চার্চিলের কর্তারা। যেহেতু পরের মরশুমে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই দলই আইএসএল এ চলে যাচ্ছে, সেই কারণে আইলিগে দলের সংখ্যা বেশি রাখতে চার্চিলের আবেদনকে সম্মতি জানিয়েছে এআইএফএফ।