কেন্দ্রীয় হারেই রাজ্যকে ‘ডিএ’ দেবার নির্দেশ

33

প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি ঘোষণা করার পর এবার হয়ত পালা রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি ঘোষণা করার। কারন, ডিএ মামলায় রাজ্যকে নির্দেশ দিল স্যাট । সেই নির্দেশে বলা হয়েছে, কেন্দ্রীয় হারেই ডিএ দিতে হবে রাজ্যকে। তবে কীভাবে ডিএ দেওয়া হবে তা ঠিক করবে রাজ্য। কেন্দ্রের হারে ডিএ না দিলে বৈষম্যমূলক হবে বলে জানিয়েছে স্যাট। সাথেই এক বছরের মধ্যে অথবা ষষ্ঠ পে কমিশনের রায়ের আগে তা কার্যকর করার নির্দেশ দিয়েছে স্যাট।

প্রসঙ্গত, ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার বলে গত বছর ৩১ অগাস্ট রায় দেয় কলকাতা হাইকোর্ট। রায় ঘোষণা করে হাইকোর্ট স্যাটকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র হার নির্ধারণ করতে বলে। রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমহারেই ডিএ পাবেন কিনা? স্টেট অ্যডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালকে তা স্থির করতে বলা হয়। এরপর গত বছর ১৫ অক্টোবর ডিএ মামলার শুনানি শেষ হয়ে যায় স্যাটে। কিন্ত আবার রাজ্যের তরফে রিভিউ পিটিশন দাখিল করে বিশেষ শুনানির আবেদন করা হয় হাইকোর্টে। এরপর গত ১৮ জুন স্যাটে শেষ হয় ডিএ মামলার শুনানি। শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল স্যাট। এবং শুক্রবার এই রায় ঘোষণা করে জানিয়েছে স্যাট।