মমতার কড়া দাওয়াই দেওয়া সত্ত্বেও জুনিয়ার ডাক্তারদের পাশে দেব

237

এনআরএসে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল গোটা দেশ। ঘটনার ৬০ ঘণ্টা কেটে গেলেও থামেনি আন্দোলন। গতকাল বেলা ১২টা নাগাদ স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকাই হাজির হন এসএসকেএম হাসপাতালে। সেখানে গিয়ে পরিস্থিতি খুঁটিয়ে দেখেন । এবং প্রথমে শান্ত হয়ে তাঁদের আলোচনায় বসার আবেদন করলেও পরে খানিকটা রেগে যান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ৪ ঘন্টা সময় দিচ্ছি কাজে যোগ না দিলে সরকার কোনও দায়িত্ব নেবেন না। এমনকী হস্টেল খালি করতে হবে বলেও হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন তিনি আরও দাবি করেছেন, এই আন্দোলনে বহিরাগতদের প্রভাব রয়েছে। তারপর আর ক্ষোভে ফেটে পড়েছে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা, মুখ একটাই কথা বেরচ্ছে ‘উই ওয়ান্ট জাস্টিস’ ।

এদিকে এবার এনআরএস কাণ্ড নিয়ে সরব হলেন অভিনেতা ও সাংসদ দেব ৷ ট্যুইট করে দেব লিখলেন, ‘যারা আমাদের প্রাণ বাঁচান তাঁরা কেন বারবার মার খাবেন? তাঁদের সুরক্ষার দায়িত্ব আমাদের। আবার তারই সঙ্গে লক্ষ লক্ষ অসুস্থ মানুষ ডাক্তারবাবুদের দিকে তাকিয়ে, আপনারা পাশে না দাঁড়ালে তারা অসহায়। সবার শুভবুদ্ধি ফিরে আসুক, সমস্যার সমাধান চাই।’