TMCP রাজ্য সভাপতির উপর হামলা!

তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতির উপর হামলা,অভিযোগের তীর এবিভিপির বিরুদ্ধে।গতকাল আরামবাগ কলজের কলেজ গেটে প্রতিবাদ সভায় এসেছিলেন রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।এছাড়াও ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভানেত্রী জয়া দত্ত,সহ রাজ্য নেতৃত্বরা।

তৃণমূলের অভিযোগ,বুধবার রাতে এবিভিপির কিছু মস্তান গন্ডা বাহিনী রাতের অন্ধকারে কলেজ গেটে তাঁরা এবিভিপির পতাকা লাগায়।মমতা ব্যানার্জির তৃণমূল ছাত্র পরিষদের পতাকা ছিড়ে তাদের পতাকা লাগিয়ে দেয়।কলেজ দখলের রাজনীতি করতে চেয়েছিল এবিভিপি।সেই কারনে আমরা একটি প্রতিবাদ সভা করতে এখানে এসেছিলাম।শান্তিপূর্ণ ভাবে কলেজের সামনে অস্থান বিক্ষোভ চলছিল।সেই সময় একদল গামছা পরে,কমলা রঙের গেঞ্জি।জয় শ্রী রাম ধ্বনি দিতে দিতে এসে তৃণমূল ছাত্র পরিষদের নেতা-নেত্রীর উপর হামলার চালায়।

অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ,তাঁরা সেই সময় মৃত দেহ দাহ করে এসেছিলেন।সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের ছেলে-মেয়েরা হামলা চালায়।একজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়।

ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী সেখানে যায়।তাঁর পর গ্রামবাসী এসে পুলিশদের উপর হামলা চালায়।ইতিমধ্যে এই ঘটনায় বেশ কিছু জনকে গ্রেফতার করেছে পুলিশ।