এনআরএস কান্ডঃ নেত্রী যখন গরম, পার্থ তখন নরম

68

এনআরএসে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল গোটা দেশ। ঘটনার ৬০ ঘণ্টা কেটে গেলেও থামেনি আন্দোলন। গতকাল বেলা ১২টা নাগাদ স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকাই হাজির হন এসএসকেএম হাসপাতালে। সেখানে গিয়ে পরিস্থিতি খুঁটিয়ে দেখেন । এবং প্রথমে শান্ত হয়ে তাঁদের আলোচনায় বসার আবেদন করলেও পরে খানিকটা রেগে যান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ৪ ঘন্টা সময় দিচ্ছি কাজে যোগ না দিলে সরকার কোনও দায়িত্ব নেবেন না। এমনকী হস্টেল খালি করতে হবে বলেও হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন তিনি আরও দাবি করেছেন, এই আন্দোলনে বহিরাগতদের প্রভাব রয়েছে। তারপর আর ক্ষোভে ফেটে পড়েছে ন্দোলনরত জুনিয়র ডাক্তাররা, মুখ একটাই কথা বেরচ্ছে ‘উই ওয়ান্ট জাস্টিস’ ।

এদিকে এবার মুখ খুললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তিনি জানান, আমি আন্দোলনকারী আমার ছোট ছোট ডাক্তার বন্ধুদের কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাই যতই ভুল-বোঝাবুঝি হোক না কেন মানুষের উপর বিশ্বাস রাখো আমি নিজেও ছাত্র রাজনীতি করে পরে বড় পদে আসীন হয়েও মনে হয়েছে আমাদের সকলের যেন নিজের পেশায় নিযুক্ত থেকেও মানুষের সেবায় আত্ম নিয়োজিত থাকি আমি জানি তোমরা সেই পথে বিশ্বাস করো মানুষের সেবা যাতে হাসপাতালগুলোতে হয় সেদিকটা কে দেখে তোমাদের যে অভিমানের দিক দিয়ে বিষয়গুলি সরকারকে জানাতে চাও তা অবশ্যই আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বেরোবে মানুষকে বিপদে ফেলে তাদের আশীর্বাদ থেকে নিজেদের বঞ্চিত করবে কেন আমি নিজে থেকেই তোমাদের কাছে তোমাদের নিরাপত্তা যেমন দরকার তেমনি রোগগ্রস্ত মানুষ তোমাদের সেবায় ভালো হয়ে উঠবে এটাই আমার প্রার্থনা তোমরা একটু বিষয়টি আবেগ দিয়ে নয় হৃদয় দিয়ে বিবেচনা করবে এই আশা রাখি