রাজ্যে জিওর ১০০০ কোটি বিনিয়োগের পর আরও কত হাজার কোটি বাকি রইল? পড়ুন

75

৫০০০ কোটি টাকা বিনিয়োগের মধ্যে রাজ্যে এবার ১০০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলছে রিয়ায়েন্স জিও। সোমবার এই কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত, নিউ টাউনে ১০০ একর জায়গার উপরে নতুন আইটি হাবে এই প্রকল্প শুরু করবে মুকেশ আম্বানির কোম্পানি। উল্লেখ্য,নিউ টাউনে নতুন এই আইটি হাবে জিওকে ৪০ একর জমি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই জমিতেই বিশ্বমানের ডাটা সেন্টার তৈরী করবে মুকেশ আম্বানির কোম্পানি।এবিষয়ে জিওর পূর্ব ভারতের প্রধান তরুন ঝুনঝুনওয়ালা জানিয়েছেন, “নতুন এই ডাটা সেন্টার জিওর বাংলার প্রতি বিশ্বাসকে প্রমান করে। মূখ্যমন্ত্রীর বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে যথা সম্ভব সাহাজ্য করবে জিও।”

তবে ঠিক কত টাকা লগি করা হবে বা কত জায়গার উপরে এই ডাটা সেন্টার তৈরী হবে সেই বিষয়ে জিওর তরফ থেকে বিষদে কিছু জানানো হয়নি। সম্প্রতি বাংলায় বিজনেস সামিটে দেখা গিয়েছিল রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে। সেখানে মুকেশ আম্বানি জানিয়েছিলেন এই রাজ্যে টেলিকম বাজারে ৫০০০ কোটি টাকা বিনিয়োগ করবে জিও। এর সাথে বাংলায় তেল ব্যবসাতেও লগ্নির কথা জানিয়েছিলেন তিনি।