থার্মোমিটারের পারদ বাড়তেই, এগিয়ে এল গরমের ছুটি

চর চর করে বাড়ছে বাংলার তাপমাত্রা। একদিকে বাংলার রাজনৈতিক অবস্থাও যেমন গরম, ঠিক তেমনি বাংলার আবহাওয়াও তেঁতে উঠেছে। নাজেহাল বঙ্গবাসী। থার্মোমিটারে পারদ ঊর্ধ্বমুখী। বর্তমানে ঘরেতেও টেকা দায় হয়ে দাঁড়িয়েছে সকলের। এরই মধ্যে জানা গিয়েছে, আগামী ১৪ থেকে ১৬ এপ্রিল দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে।

মালদা ২ দিনাজপুরেও ১৬ এপ্রিল পর্যন্ত চলবে তাপপ্রবাহ। এর পাশাপাশি হাওয়া অফিস আরও জানিয়েছে, অস্বস্তি পরিবেশ থেকে এখনই মুক্তি নেই। আপাতত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। ক্যানিং, বাঁকুড়ার তাপমাত্রা ৪০ ডিগ্রি, কলকাতায় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে এগিয়ে এসেছে সরকারি স্কুলের গরমের ছুটি।

২৪ মে’র বদলে সরকারি স্কুলে ২ মে থেকেই গরমের ছুটি শুরু হয়ে যাবে। আগামীকালই গরমের ছুটির বিজ্ঞপ্তি দিতে পারে স্কুল শিক্ষা দফতর। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের তরফে শুক্রবার কলকাতা ও তাঁর সংলগ্ন জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে। চৈত্রের শেষে প্রবল গরমে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। বৃষ্টি না হওয়ায় শুষ্ক আবহাওয়া তৈরি হয়েছে রাজ্যে।

২ মে থেকে গরমের ছুটি শুরু হলে তা কতদিন থাকবে তা নিশ্চিত ভাবে জানানো হয়নি। এছাড়াও আরও জানা গিয়েছে, ২ মেয়ে থেকে গরমের ছুটি শুরু হলে ছাত্র-ছাত্রীরা সহ শিক্ষিকা শিক্ষক, অশিক্ষক কর্মীদেরও স্কুলে আসতে হবে না। অন্যদিকে, আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহ থেকেই রাজ্যের একাধিক জেলায় শুরু হবে তাপপ্রবাহ।