এসব ওয়েবসাইটে ক্লিক করলে দেখতে পারবেন এবারের মাধ্যমিকের রেজাল্ট

121

করোনার কারণে এবছরের মাধ্যমিক বাতিল হলেও নবম শ্রেণির পরীক্ষার ফলাফল এবং দশম শ্রেণির অন্তর্বর্তী মূল্যায়নের উপর নির্ভর করে এবার মাধ্যমিকের রেজাল্ট তৈরি হবে বলে জানিয়েছিল মাধ্যমিক শিক্ষা পর্ষদ। আর এবার প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল দিনক্ষণ। আগামী ২০ জুলাই সকাল ৯টায় ফল ঘোষণা করতে চলেছে মধ্যশিক্ষা পর্যদ। সকাল ১০টা থেকে বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে দেখা যাবে রেজাল্ট। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানিয়ে দিয়েছে পর্ষদ। পাশাপাশি পর্ষদের তরফে এও জানানো হয়েছে যে, করোনা আবহে দশম শ্রেণির পরীক্ষা না হবার ফলে পড়ুয়ারা অ্যাডমিট কার্ডও পায়নি। তাই এবার পড়ুয়াদের ফল জানতে হবে রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ ব্যবহার করে।

একনজরে দেখে নেওয়া যাক। কোন কোন ওয়েবসাইট মারফত জানা যাবে এবারের মাধ্যমিকের ফল?

www.wbbse.wb.gov.in

https://wbresults.nic.in

www.indiaresults.com

www.results.shiksha

www.exametc.com এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন নম্বর ও ফোননম্বর আগেভাগে রেজিস্ট্রার করতে হবে। তাহলে এসএমএসের মাধ্যমে রেজাল্ট চলে আসবে রেজিস্টার্ড মোবাইল নম্বরে। এছাড়া ‘Madhyamik Result 2021’ মোবাইল অ্যাপ ডাউনলোড করে রাখলে সরাসরি ফল দেখা যাবে।