কলকাতার রাস্তায় টাকার ‘বৃষ্টি’!

362

টাকা লাগে দেবে গৌরি সেন, এই কথাটি এতদিন ধরে অনেকের মুখে শোনা গেলেও এখন থেকে হয়ত শোনা যাবে টাকা লাগে দেবে বেন্টিঙ্ক স্ট্রিট। কারন গতকাল বিকেলে এক অদ্ভুত ঘটনা ঘটল মধ্য কলকাতার বেন্টিঙ্ক স্ট্রিটে! বৃষ্টির মত আকাশ থেকে নেমে আসছে রাশি রাশি টাকা। তাও দশ-বিশ টাকার নোট নয়, একেবারে কড়কড়ে ৫০০ আর দু’হাজারের নোট! তবে, কৌতূহলী জনতা শুধু টাকা পড়তেই দেখল। সে টাকা পকেটে ঢোকানো তো দূর, ছুঁয়েও দেখা যায়নি।

উল্লেখ্য, গতকাল বিকেলে বেন্টিঙ্ক স্ট্রিটের একটি বহুতলে থাকা এক বাণিজ্যিক সংস্থার অফিসে তল্লাশি চালায় ‘ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স’ (ডিআরআই)। এ সময়েই ছাদের উপর থেকে পড়তে থাকে একের পর এক টাকার বান্ডিল। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই টাকার বান্ডিল ফেলা হয়েছিল বহুতলেরই চৌহদ্দিতে। তা দেখতে পেয়েই ওই বাড়ির নিরাপত্তারক্ষীরা গেট বন্ধ করে সেই টাকার বান্ডিল কুড়াতে থাকেন। সেই দৃশ্য দেখে জমে যায় ভিড়। অনেকেই পকেট থেকে মোবাইল বের করে ছবিও তুলতে থাকেন। ভিডিও করতে থাকেন। খবর পেয়ে সেখানে হাজির হয় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ওই বহুতলের চৌহদ্দিতে পাহারা বসিয়ে দেয় তারা। গেট বন্ধ করে মোতায়েন করা হয় পুলিশ। অনেকেই বলছেন, বছর দশেক আগে চৌরঙ্গি রোডের একটি বাণিজ্যিক বহুতল থেকে এমন ভাবেই টাকার বৃষ্টি হয়েছিল। পুলিশের সাহায্যে সন্ধ্যা পর্যন্ত ৩ লক্ষ ৭৪ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সব ৫০০ ও ২০০০ টাকার নোট। তবে ওই টাকার মালিক কে, তা রাত পর্যন্ত জানা যায়নি। গভীর রাত পর্যন্ত ওই অফিসে তল্লাশি চলেছে। সূত্রের দাবি, রাজস্ব দফতরের তল্লাশির সময়ে তাদের চোখে ধুলো দিতেই তা করা হয়েছিল।