৫ মাসের মাথায় তৃণমূলের সম্পর্কে এই প্রথম রিপোর্ট পেশ করলেন পিকে

64
Mamta Banerjee and Prashanta Kishor

লোকসভা ভোটের ফলাফল প্রকাশের প্রায় ৫ মাস কেটে গিয়েছে । আর এই ৫ মাসের মাথায় কি কি উন্নতি হল তৃনমূলে তার রিপোর্ট অবশেষে দিলেন পিকে (P.K) । পিকের রিপোর্ট বলছে, উত্তরবঙ্গ ফের হাতে এসেছে তৃণমূলের। তবে শুধু উওরবঙ্গেই নয় জনসংযোগের মাধ্যমে বিভিন্ন জেলায় হারানো জমি ফিরে পেতে শুরু করেছে । এবং  আশা করা যাচ্ছে এভাবেই চলতে থাকলে ২০২১ শে ফের শাসকদলের ভূমিকায় দেখা যেতে পারে তৃনমূলকে ।  উল্লেখ্য, ২৩ মে লোকসভা নির্বাচনের ফল বের হয়। ফল বেরতেই দেখা যায় গেরুয়া ঝড়ে উত্তরবঙ্গে ভরাডুবি হয়েছে তৃণমূলের। উত্তরবঙ্গের ২৮টি কেন্দ্রের মধ্যে মাত্র ৪টি কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল ( Trinamool )। রাজগঞ্জ, সিতাই, শীতলকুচি ও চোপড়া-এই ৪ কেন্দ্র ছাড়া আর কোথাও সেভাবে দাগই কাটতে পারেনি তৃণমূল কংগ্রেস। আর এই ফলাফলই চিন্তায় ফেলে দেয় তৃণমূলকে। এরপরই হারের কারণ খুঁজে বের করতে দলে ভিতর ‘তদন্ত’ হয়। এবং তদন্তের জন্য তৃণমূলের পাশে এসে দাঁড়ান প্রশান্ত কিশোর ওরফে পিকে ( Prashanta Kishor) ।

এদিকে রাজনৈতিক মহলের মতে পিকের সমস্ত রকম ফর্মুলা ব্যর্থ ।  তা সত্ত্বেও তৃণমূলের সব ভারই এখন পিকে কাঁধে । রাজনৈতিক মহলের মতে দলে এখন নেতৃত্বের সঙ্কট প্রকট ভাবে দেখা দিয়েছে । তাই তৃনমূল সুপ্রিমো (Mamata Banerjee) ভোট গুরু পিকে (P.K) ঘাড়েই পরোক্ষ ভাবে ডেপুটি সুপ্রিমোর ভূমিকা চাপিয়ে দিয়েছেন। ফলে পিকের ফর্মুলা ব্যর্থ হলেও সেই পিকের ওপর ভোট বৈতরণী পার হবার জন্য গোটা তৃনমূল দলটাকেই সওয়ারি করে দিয়েছেন খোদ সুপ্রিমোই।