মুখ্যমন্ত্রীর চালেই কাত সব্যসাচী!

সম্প্রতি বিধাননগরের মেয়র পদ থেকে অপসারিত হয়েছেন সব্যসাচী দত্ত।ইস্তফার পর রাজ্য রাজনীতি জোর জল্পনা সৃষ্টি হয়েছিল সব্যসাচী দত্ত নাকি বিজেপিতে যোগদান করবেন।কিন্তু আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশাসনিক সভায় দেখা যায় সব্যসাচী দত্তকে।একাধিক অভিযোগ তুলে ধরলেন মুখ্যমন্ত্রীর কাজে।মুখ্যমন্ত্রীর মুখোমুখি হন সব্যসাচী।এদিন সব্যসাচী দত্ত সরকারি দফতরের মধ্যে সমন্বয়ের অভাব ও জলাভূমি ভরাট নিয়ে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রীর কাছে।

উল্লেখ্য,শুক্রবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় একাধিক সমস্যার কথা তুললেন সব্যসাচী দত্ত।এদিন তিনি বলেন,’দিদি আমার চাওয়ার কিছু নেই দুটি জিনিস বলার বিভিন্ন দফতরের লিয়াজো থাকেনা।পুকুরকে ভরাট করা এটা সমস্যা আছে,এটা আমার বিধানসভাতেও আছে রাজারহাটে ও আছে।বিগতদিন যিনি ডিএমকে চিঠি দিয়ে ফিসারি বলছে এটা জলা,কিন্তু লেন্ডারা বলছে আমারা কণভাট করে দিয়েছে বাস্তু।’

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বলেন,’দেখ সব্যসাচী তুই নিজে পুরসভায় ছিলি তোরা চোখের সামনে দেখিসও না,এটা বিধানসভা ওয়াইস প্রশ্ন করতে বলছি।যদি কোনো আছে বল?উত্তরে সব্যসাচী জানান,আমার বিধানসভাতে ও এই সমস্যা আছে।আপনার কাছে আমি একটা আবেদন করছি যাতে এগুলো সমস্যা গুলো মিটিয়ে দেওয়া যায়।এরপরেই মুখ্যমন্ত্রী বর্তমান ডিএমকে জানান,এই সমস্যার গুলো দেখে নিন।জবাবে ডিএম জানান ‘জমি তথ্য ‘ গিয়ে দেখলে সব জানা যাবে।

এদিকে, রাজনৈতিক মহল মনে করছে,মুখ্যমন্ত্রীর চালেই কাত সব্যসাচী।