জেলায় স্বাগত শুটিং

সরস্বতী দেবী আন্তর্জাতিক স্কুলে অনুষ্ঠিত ৫ম ওয়েস্ট বেঙ্গল আন্তঃ স্কুল শুটিং প্রতিযোগিতা দেখালো শহরের বাইরেও শুটিংয়ের চল রয়েছে দারুণভাবেই। বুলস আই শুটিং আকাদেমির উদ্যোগে এই শুটিং প্রতিযোগীতা হয়েছে।

তিন দিনব্যাপী​ এই প্রতিযোগিতা থেকে উঠে এসেছে বাংলা শুটিং জগতের অনেক নতুন প্রতিভা। সমগ্ৰ বাংলার থেকে ১২টি ইভেন্টে যথাক্রমে এয়ার রাইফেল পিপ সাইট,এয়ার রাইফেল ওপেন সাইট ও এয়ার পিস্তলে বালক ও বালিকা দের জুনিয়র ও সাব জুনিয়র ক্যাটাগরিতে  ৪০ টি স্কুলের  ১২০ জন অ‍্যাথলিট অংশগ্রহণ করেছিল।

সবথেকে বেশি ৫টি পদক জেতে হুগলী জেলার চন্দননগরের সেন্ট জোসেফ স্কুল, যার মধ্যে ৪টি সোনা ও ১টি রুপো রয়েছে। এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নস হয়েছেন ভবন’স গঙ্গাবক্স কানোরিয়া বিদ্যামন্দিরের ছাত্রী অন্বেষা চৌধুরী।

বুলস আই শুটিং আকাদেমির হাত ধরে এই বাংলার শুটিং জগত পেল বেঞ্চ রেস্ট শুটিং চ্যাম্পিয়নশীপ (৮-১২ বছর বয়সী প্রতিযোগী দের জন্য)। প্রতিযোগীতার শেষ দিনে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার ব্র‍্যান্ড অ‍্যাম্বাসেডর আয়ুশী পোদ্দার,বুলস আই শুটিং একাডেমির প্রধান প্রশিক্ষক পঙ্কজ পোদ্দার,এসডিআইএস এর চেয়ারম্যান পঙ্কজ কুমার সরকার, ডিরেক্টর অভিজিৎ মুখোপাধ্যায় ও প্রিন্সিপাল মানস রঞ্জন দাস।