গ্রেফতার হলেন মেয়র পত্নী রত্না চ্যাটার্জি!

বৃহস্পতিবার রাতে মেয়র পত্নী রত্না চ্যাটার্জি নিজের মেয়েকে নিয়ে মেয়র শোভন চ্যাটার্জির বাড়ির সামনে রাতভর বেআইনি জমায়েত করেন।স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন শোভন চ্যাটার্জি। মেয়রের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে রত্না চ্যাটার্জিকে।মেয়রের দাবি,ভিসাতে সই করতে আপত্তি নেই তাঁর। কিন্তু ভিসায় ভুল ঠিকানা থাকায় সই করেনি তিনি।এরই মধ্যে মেয়ের ভিসা সংক্রান্ত নথিতে সই না করার অভিযোগ মেয়র শোভন চ্যাটার্জির বিরুদ্ধে।

মেয়র পত্নী জানান, স্কুলে একটি প্রজেক্ট জমা দিয়েছিল মেয়ে। তাই স্কুল থেকে জার্মানিতে যাওয়ার সুযোগ এসেছে। কিন্তু, নানা অজুহাতে ভিসার সংক্রান্ত নথিতে সই করছেন না শোভন চট্টোপাধ্যায়। দু’বার দেখা করতে চেয়েও বাবা দেখা করেননি। জানিয়েছে শোভন চট্টোপাধ্যায়ের মেয়ে।

রাতে বারবার রত্না চট্টোপাধ্যায়কে বোঝানোর চেষ্টা করেন পুলিশ আধিকারিকরা। কিন্তু নিজের অবস্থানেই অনড় মেয়র পত্নী। এদিকে, বেশ কয়েকবার রত্নার দাবি নিয়ে মেয়রের কাছে যান পুলিশ আধিকারিকরা। কিন্তু, খালি হাতেই ফিরে আসতে হয় তাঁদের । সকালে থানায় নিয়ে যাওয়া হয় রত্নাকে। এদিকে, রবীন্দ্র সরোবর থানার সামনে বিক্ষোভ দেখান মেয়র অনুগামীরা।