বিশ্বরেকর্ড গড়লেন মিতালি রাজ

ভারত ও শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট সিরিজ চলাকালীন এক বিশেষ কৃতিত্বের নজির গড়লেন মিতালি রাজ

ভারত ও শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট সিরিজ চলাকালীন এক বিশেষ কৃতিত্বের নজির গড়লেন মিতালি রাজ। যদিও গত এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন হরমনপ্রীত কৌর, তবে এই সিরিজে আবারো ভারতীয় মহিলা ক্রিকেটের অধিনায়িকা হয়েছেন মিতালি রাজ। গলে টসের সময় তিনি এলে বিশ্বরেকর্ড গড়েন তিনি।

একদিবসীয় মহিলা ক্রিকেটে অধিনায়িকা হিসেবে সবথেকে বেশি ম্যাচ প্রতিনিধিত্ব করার রেকর্ডটি করে ফেললেন মিতালি। ১১৮ টি ম্যাচে তিনি দেশকে নেতৃত্ব দিয়েছেন। এর আগে ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডসের নামে এই রেকর্ডটি ছিল, তিনি ১১৭টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন দেশকে। বর্তমানের মহিলা ক্রিকেটারদের মধ্যে নিউজিল্যান্ডের সুজি বেটস রয়েছেন মিতালির পিছনে, তিনি ৭৬টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন নিজের দেশকে।

ভারতীয় মহিলা দলকে মিতালি রাজ প্রথমবার নেতৃত্ব দেন ২০০২-০৩ সালে ওয়েস্ট ইন্ডিজদের বিরুদ্ধে একদিবসীয় ক্রিকেটে যা হয়েছিল লখণৌতে। তিনি তার দেশকে দুবার বিশ্বকাপের ফাইনালে তুলেছেন (২০০৫,২০১৭) এবং তিনবার এশিয়া কাপ জয়ে নেতৃত্ব দিয়েছেন (২০০৫,২০০৬,২০০৮)।

এছাড়াও তিনি টি২০ ক্রিকেটে ৩২টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ভারতকে। টেস্ট ক্রিকেটে মোট ৬বার অধিনায়িকার ভূমিকা পালন করেছেন দেশের জন্য।