বিকল্প রাস্তার পথে হাঁটল রাজ্য সরকার

56

১ সপ্তাহ আগে কলকাতাকে একরকম প্রায় অচল করে দিয়েই ভেঙ্গে পড়েছিল মাঝেরহাট ব্রিজ। মৃত্যুকে যাঁরা পাশ কাটিয়ে বেঁচে গিয়েছিল, তাঁদের কাছে  কলকাতার রাস্তায় চলাফেরা করা মরণ যন্ত্রণার সমান বললে ভুল বলা হবে না।

সামনে বাঙালীর সবথেকে বড় উৎসব দুর্গা পূজা, এর মাঝে এমন অচল অবস্থা  মাথায় হাত কলকাতার দক্ষিণ পশ্চিমের পূজা কমিটির ক্লাব কর্তাদের। যানজটের পাশাপাশি সড়ক দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না কলকাতা পুলিশ। তাই দুর্গা পুজার আগেই মানুষের প্রিয় বন্ধু হিসাবে হাত বাড়িয়ে রাজ্য প্রশাসন এবং পুলিশকর্তারা জানালেন, পুজার আগেই বিকল্প রাস্তা তৈরি করে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য।দুর্ঘটনার ১ সপ্তাহের মধ্যেই বিকল্প সেই রাস্তার কাজ শুরুও হয়েছে।

কেমন হবে এই রাস্তা? মাঝেরহাট ব্রিজের বাঁদিক ঘেঁষে তারাতলামুখী হবে বিকল্প এই রাস্তা। রেললাইনের দুদিকে বসবে লেভেল ক্রসিং। পূজোর আগে দ্রুত এই পথ চালু করতে ব্রিজের তলার খালে আড়াআড়িভাবে বসবে আড়াই থেকে তিন মিটার উচ্চতার পরপর কয়েকটি হিউম পাইপ। তার ওপর কংক্রিটের অস্থায়ী, শক্ত পোক্ত রাস্তা করা হবে। এটা সময় সাপেক্ষও নয়।এভাবেই পূজোর আগেই বিকল্প এই রাস্তা তৈরির ব্যবস্থা করছে রাজ্য সরকার। দ্রুত এই রাস্তা তৈরি হলে মাঝেরহাট ব্রিজের কারণে তৈরি যানজট থেকে যে সাধারণ মানুষ মুক্তি পাবে তা বলাই বাহুল্য।