টি২০ ক্রিকেট থেকে অবসর নিলেন ঝুলন গোস্বামী

সম্ভবত জুনিয়রদের সুযোগ দেওয়ার জন্যই তার এমন সিদ্ধান্ত

ভারতীয় মহিলা ক্রিকেটের সেনসেশন যাকে ধরা হয়, বাঙালীর গর্ব, দেশের মহিলাদের গর্ব ঝুলন গোস্বামী আন্তর্জাতিক টি২০ ক্রিকেট থেকে বিদায় নিলেন। আজ তিনি বিসিসিআইকে তার অবসর গ্রহণের সিদ্ধান্তটি জানান এবং বিসিসিআই তাতে সম্মতি দেয়।

আন্তর্জাতিক একদিবসীয় মহিলা ক্রিকেটের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ঝুলন ভারতের হয়ে ৬৮টি টি২০ ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ৫৬টি উইকেট নিয়েছেন। মহিলা ক্রিকেটে পেস বোলিংয়ের দারুন নজির তৈরি করেছিলেন ঝুলন। সম্ভবত জুনিয়রদের সুযোগ দেওয়ার জন্যই তার এমন সিদ্ধান্ত।

এই গতিই ছিল ভারতীয় ক্রিকেটের চলনশক্তি

বিসিসিআইয়ের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, “গোস্বামী বিসিসিআইকে এবং টি২০ দলে যাদের কাছ থেকে সাপোর্ট এবং ভালোবাসা পেয়েছেন সেই সতীর্থাদের ধন্যবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন। বিসিসিআই এবং গোটা মহিলা জাতীয় দল তার শুভকামনা করছে এবং অন্য দুটি ফর্ম্যাটে তার অমূল্য অবদানের জন্য মুখিয়ে আছে।