আইএসএল এর সূচী ঘোষিত, বিশেষ চমক রয়েছে এবারে

এই শনিবার আইএসএল এর পক্ষ থেকে টুর্নামেন্টের আংশিক সূচী ঘোষণা করা হয়।

এবারের আইএসএল শুরু হবে আমাদের কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। যেখানে মুখোমুখি হবে দুবারের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে এবং দুবার রানার্স আপ কেরালা ব্লাস্টার্স। ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে পঞ্চম ইন্ডিয়ান সুপার লিগ।

এই শনিবার আইএসএল এর পক্ষ থেকে টুর্নামেন্টের আংশিক সূচী ঘোষণা করা হয়। ৩০ সেপ্টেম্বরে গতবারের ফাইনালের অ্যাকশন রিপ্লে হবে। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি এবং গতবারের আইএসএল এর চ্যাম্পিয়ন চেন্নাইন এফসি।

আয়োজকরা এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেন এবারের আইএসএল কে কেন্দ্র করে। মোট ১২ টি রাউন্ডে ৫৯টি ম্যাচ খেলা হবে। এই টুর্নামেন্ট চলাকালীন তিনটি বিরতি থাকবে। দুটি ক্ষেত্রে ফিফার আন্তর্জাতিক বিরতি যা যথাক্রমে ৮-১৬ অক্টোবর ও ১২-২০ নভেম্বর এবং একটি হল এএফসি এশিয়ান কাপের জন্য ভারতের প্রস্তুতি শিবির যা ডিসেম্বর ১৭ থেকে শুরু হবে।

আপাততভাবে মরশুমের মাঝবিরতি অবধি সূচী ঘোষিত হয়েছে, বাকি সূচী পরবর্তীকালে ঘোষণা করা হবে। এছাড়া জানানো হয় সপ্তাহান্তে দুটি ম্যাচ এবার থেকে আর হবে না এবং প্রতিটি খেলা সন্ধ্যে ৭.৩০ টায় শুরু হবে।

আইএসএল এর সূচী ১
সূত্র আইএসএল এর অফিসিয়াল ওয়েবসাইট
আইএসএল এর সূচী ২
সূত্র আইএসএল এর অফিসিয়াল ওয়েবসাইট