মাঠে ৫ গোলের মালা,গ্যালারীতে রাখি বন্ধন

গ্যালারী যখন বাঙালির উৎসব নিয়ে মেতে তখন মাঠে পুলিশের দলকে গোলের মালা পরাতে ব্যস্ত ডিকা-হেনরিরা।

118

মোহনবাগান- ৫ (ডিকা হ্যাট্রিক, হেনরি, ব্রিট্টো)

ওয়েস্টবেঙ্গল পুলিশ- ০

রাত পোহালেই রাখিপূর্ণিমা। বছরের এই বিশেষ দিনটার জন্যে অপেক্ষা করে থাকে ভারতের সব ভাই-বোনেরা। সেই রাখি বন্ধনকেই কেন্দ্র করে মেতে উঠলো মেরিনার্স গ্যালারী। লেডি মেরিনার্সের মহিলা সমর্থকবৃন্দ গ্যালারিতে থাকা মোহনবাগানী দাদা-ভাইদের রাখি পড়িয়ে উদযাপন করলেন অগ্রিম রাখি পূর্ণিমা।

শুধু মোহনবাগান সমর্থকদেরই নয় লেডি মেরিনার্স রাখি পড়ায় ডিউটিতে থাকা পুলিশ অফিসারদেরও।

গ্যালারী যখন বাঙালির উৎসব নিয়ে মেতে তখন মাঠে পুলিশের দলকে গোলের মালা পরাতে ব্যস্ত ডিকা-হেনরিরা।

গোল-পার্থক্যে ইস্টবেঙ্গল এর তুলনায় অনেকটাই পিছিয়ে ছিল মোহনবাগান। আজ সেই পার্থক্য কমানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল শংকরলালের দল।

মাটিতে বল রেখে ছোটো-ছোটো পাস, থ্রু বল, ক্রস সবই যেন অংকের ফর্মুলার মতো মেনে মেনে চলছিল ব্রিট্টো-সৌরভ-পিন্টুরা।
গোলের সংখ্যা আরো বাড়তে পাড়ত,কিন্তু গোল নষ্টের খেসারত দিতে হল বাগান ফুটবলারদের।

দ্বিতীয়ার্ধে ঘটে যায় অঘটন। পুলিশ গোলরক্ষক সৌমভ গোল বাচাতে গিয়ে পোস্টে ধাক্কা লেগে অজ্ঞান হয়ে যান। গোল রুখতে না পারলেও সে জয় করে নেয় মেরিনার্সদের মন। তাই তাকে যখন মাঠ থেকে অ্যাম্বুলেন্সে করে বের করে নিয়ে যাওয়া হয় তখন গোটা স্টেডিয়াম তার নামে স্লোগান তুলে তাকে স্ট্যান্ডিং ওভেশন দেয়। তার দ্রুত আরোগ্য কামনা করতে থাকে মোহনবাগান সমর্থকেরা।

 

এক্ষেত্রে বলা ভালো সৌমভ না থাকলে মোহনবাগান আরো বেশি গোলে জিততে পারতো।

খেলার শেষে মেরিনার্স বেস ক্যাম্পের ভাইকিং ক্ল্যাপের সাথে তালে তাল মেলালো ডিকা-শিল্টনরা।

সব মিলিয়ে বলা যায়, হাজারো সমস্যার মধ্যেও খুশির হাওয়া বইছে শতাব্দী প্রাচীন ক্লাবে।