জীবনযুদ্ধে অবশেষে হার মানলেন গোপাল বসু

বিদায় গোপাল বসু

মারা গেলেন বাংলার প্রবাদপ্রতিম ক্রিকেটার গোপাল বসু। লন্ডনে সস্ত্রীক ছেলের কাছে চলে গিয়েছিলেন ছুটি কাটাবেন বলে, কিন্তু সেখানেই যে তার অন্তিম নিঃশ্বাস পড়বে এমনটা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি কেউই।

ছুটি কাটানোর সময়ই হঠাত বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন গোপাল বসু। ছেলে সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করিয়ে দেন স্থানীয় হাসপাতালে। কিডনিতে আগে থেকেই সমস্যা ছিল তাঁর। ফলে বুকে ব্যথার পাশাপাশি কিডনিতেও সমস্যা দেখা দেয়। ৭২ ঘন্টার বেশি সময় তিনি ছিলেন আইসিইউ তে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন তিনি। ছেলে অরিজিত বসু কয়েকদিন আগে জানিয়েছিলেন যে তার বাবা সুস্থ হয়ে উঠছেন। কিন্তু শনিবার রাত থেকে শারীরিক অবস্থার অবনতি হয়। আর রবিবার ভোরেই মারা যান গোপাল বসু। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৭১।

জাতীয় দলের হয়ে মাত্র ১টি একদিবসীয় ম্যাচ খেললেও এই দুর্ধর্ষ ডানহাতি ব্যাটসম্যান ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে বরাবর সফল ছিলেন। সেইসময়কার ভারতীয় ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ রাজনীতির শিকার হয়েছিলেন গোপাল বসু, নইলে আন্তর্জাতিক ক্রিকেট আরও অনেকবার তার প্রতিভাকে চাক্ষুষ করতে পারত।

বিদায় গোপাল বসু।