ইতিহাস তৈরি হল বিশ্ব চ্যাম্পিয়নশিপে

বার্মিংহ্যামে অনুষ্ঠিত বিশ্ব ইন্ডোর চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে তৈরি হল আজব এক কীর্তি। এমন কান্ড সচরাচর দেখা তো দুরের কথা, কখনও ঘটেওনি। ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতার হিটে সকল প্রতিযোগীকে বাতিল করা হয়েছে।

এই মজাটি শুরু হয় ইভেন্টের ফেভারিট কাতারি আবাদেলা হারুনকে দিয়ে। যাকে দৌড় শুরুর আগেই লাইন ছেড়ে বেড়িয়ে যাওয়ার জন্য বের করা হয়। বাকি প্রতিযোগীদের মধ্যে প্রথম ব্রালোন ট্যাপলিন তৃতীয় হিট জিতে সেমি ফাইনালে পৌছে গেছিল। কিন্তু তাকে পরে সেই সেমি ফাইনাল থেকে বের করা হয়, কারণ তিনি তার ট্র‍্যাক থেকে বাইরে দৌড়োচ্ছিলেন। এছাড়া বাকি তিন দৌড়বীর যারা হলেন, জামাইকার স্টিফেন গেইল, লাটভিয়ার অস্টিন কারপিনস্কিস ও আলোঞ্জো রাসেলকে বাতিল করা হয় এই একই কারণে।

মেজর কোনো প্রতিযোগিতায় এমন রেকর্ড কখনও হয়নি, এমনটাই জানিয়েছেন বিভিন্ন স্ট্যাটিস্টিশিয়ানরা। অবশ্য বাকি হিটে এমন কোনও ব্যাপার ঘটেনি।