চেন্নাই হয়ে উঠল ইস্ট-মোহন-নেরোকার দেবদূত

লিগ যা জমে উঠেছে, তাতে আচ্ছা আচ্ছা বড় লিগের উত্তেজনাও মুখ লুকিয়ে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। যে মিনার্ভা পাঞ্জাবকে ধরেই নেওয়া হয়েছিল তারা চ্যাম্পিয়ন, আজ তাদের সেই সম্ভাবনায় যেন ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। আর অন্যদিকে যে ইস্টবেঙ্গল একপ্রকার আশা ছেড়ে দিয়েছিল লিগ জয়ের, তারা আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। চেন্নাই সিটি এফসি ও মিনার্ভা পাঞ্জাবের এই ম্যাচটি ছিল কার্যত মিনার্ভার কাছে ফাইনাল। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেই হারিয়ে ফেলে লিগ জয়ের রাস্তা আরও মসৃণ করল ইস্টবেঙ্গল মোহনবাগানের জন্য।

ম্যাচের শুরুতেই ঝটকা চেন্নাইয়ের। ৫ মিনিটে গোল করে চেন্নাইকে এগিয়ে দেন সোসাইরাজ। কিন্তু ২৬ মিনিটে চেঞ্চোর গোলে সমতা ফেরায় পাঞ্জাব। এই ম্যাচের দিকে তাকিয়ে ছিল মিনার্ভা ছাড়াও ইস্টবেঙ্গল, মোহনবাগান ও নেরোকার সমর্থকেরা। মিনার্ভা ছাড়া বাকি তিন দল চেয়েছিল পাঞ্জাবের দলটির হার। আর ঠিক তাই করল চেন্নাই। ৬০ মিনিটে আলেকজান্ডার রাকিচের গোলে চেন্নাই ম্যাচ জিতে নেয়।

এই হারের ফলে মিনার্ভা ১৭ ম্যাচ খেলে ৩২ পয়েন্ট। সমান ম্যাচ খেলে নেরোকা ৩১ পয়েন্ট। আবার ইস্টবেঙ্গল ১৬ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট, সমান ম্যাচ খেলে মোহনবাগান ২৭ পয়েন্ট। সুতরাং বলা যায়, লিগ জমে ক্ষীর।