”ম্যাজিক মাশরুম” মাদক পাচার চক্রে ধৃত ৩

ন্যারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর পাতা জালে ধরা পড়ল কলকাতার মাদক পাচার চক্র। এলএসডি, এমডিএমএ-র পর এবার উদ্ধার মারণ ম্যাজিক মাশরুম।এক ডিজে-সহ গ্রেফতার ৩।

কলকাতায় এর আগে বিভিন্ন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে ন্যারকোটিক্স দপ্তর৷ ম্যাজিক মাশরুম পাচারের ঘটনা এই প্রথম সামনে এল৷  ন্যারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সূত্রে খবর, কলেজপড়ুয়া ছাড়াও বিভিন্ন পার্টিতে এই মাদক সরবরাহ করা হত। ধৃতদের কাছ থেকে মাশরুম ছাড়াও উদ্ধার হয়েছে প্রচুর এলএসডি, এমডিএমএ উদ্ধার হয়েছে।

ম্যাজিক মাশরুম

পূর্ব ভারতে এই প্রথম ‘মাশরুম’ নামে মাদকের হদিশ পাওয়া গেল। শনিবার বিশেষ সূত্রে খবর পেয়ে আলিপুর থেকে তিনজনকে গ্রেফতার করে হয়েছে৷ধৃতদের মধ্যে একজন পেশায় ডিজে৷ নাম দীপ চক্রবর্ত্তী৷ বাকিরা হল বিবেক শর্মা ও তার আত্মীয় ঋষভ শর্মা৷ ধৃতদের জেরা করে প্রাথমিকভাবে জানা গিয়েছে, ২০১৭ সালের মাঝামাঝি সময় থেকে এরাজ্যে ম্যাজিক মাশরুম পাচার শুরু করে তিন যুবক৷ খুব সন্তর্পণে তারা পাচারের জাল বিস্তার করে কলকাতায়৷ মোবাইল ফোন মার্ফত মাদক বেচাকেনার কাজ চলত।