সৌরভ বিদায় নিতেই কেন্দ্রের হাতের পুতুল হিসেবে পরিনত হয়েছে BCCI ? স্পষ্ট বার্তা রজার বিনির

সৌরভ দায়িত্ব ছাড়ার পর থেকে কেন্দ্রের হাতের পুতুল হিসেবে পরিনত হয়েছে বিসিসিআই। এই অভিযোগকে এবার মান্যতা দিয়ে বর্তমান বোর্ড সভাপতি রজার বিনি এশিয়া কাপে ভারতের অংশ নেওয়ার বিষয়টি ছাড়লেন মোদি সরকারে উপরেই। অর্থাৎ ২০২৩ সালে এশিয়া কাপ খেলতে ভারতীয় দল পাকিস্তানে যাবে কিনা তা বিসিসিআই এর হাতে নেই । এ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারত সরকার এমনটাই জানালেন বিসিসিআই সভাপতি রজার বিনি। চেন্নাইতে একটি সাংবাদিক বৈঠকে বিনি জানান, ‘‘ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট দ্বৈরথ খেলাধূলার জগতে সবচেয়ে আকর্ষণীয় বিষয় । কিন্তু, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে কিনা তা বিসিসিআই এর হাতে নেই । এ নিয়ে যা করার সরকারের তরফে করা হবে ।’’

আরও পড়ুনঃ অমিত পুত্র জয় থাকতে পারলে সৌরভ নয় কেন? দাদার BCCI-এ ফেরা শুধু সময়ের অপেক্ষা!

প্রসঙ্গত, আসন্ন ২০২৩ এশিয়া কাপ এবং ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নশিপ আয়োজন করার কথা রয়েছে পাকিস্তানের। তবে গত ১৮ অক্টোবর বিসিসিআই এর বার্ষিক সাধারণ সভায় নতুন বোর্ড প্রশাসন তৈরি হয় । যেখানে বোর্ড সচিব পদে ফের র্নির্বাচিত হন জয় শাহ । আর দায়িত্ব হাতে নিয়েই তিনি জানিয়ে দেন, আগামী বছরের এশিয়া কাপ পাকিস্তানে নয় হবে নিরপেক্ষ কেন্দ্রে। আর তাঁর এই মন্তব্যের পরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে তীব্র প্রতিবাদ জানানো হয় । পাকিস্তানের পিসিবির তরফে বলা হয়, এসিসি যদি তাঁদের কথা না শোনে তাহলে এসিসি থেকে পাকিস্তান নিজের সদস্য পদ প্রত্যাহার করে নেবে।