BCCI সভাপতির পদ হারিয়ে প্রথমবারের মত বিনিকে নিয়ে মুখ খুললেন সৌরভ

বিসিসিআই সভাপতি হিসেবে পথচলা শেষ হল সৌরভ গাঙ্গুলির। তাঁর জায়গায় এবার দাদাগিরি দেখাতে এসেছেন ৮৩-র বিশ্বকাপ জয়ী নায়ক রজার বিনি। বোর্ডের ৯১তম বার্ষিক সাধারণ সভা নতুন সভাপতি হিসাবে নিজের দায়িত্ব বুঝে নিলেন কপিল দেবের সতীর্থ বিনি। এদিকে পদ হাতছাড়া হলেও বিদায়বেলায় বিনিকে শুভেচ্ছা জানাতে ভুললেন না সৌরভ। এদিন সৌরভ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমি বিনিকে বলব অল দ্য বেস্ট। এবার নতুন দল বিসিসিআই-কে এগিয়ে নিয়ে যাবে। বিসিসিআই দারুণ হাতে রয়েছে। ভারতীয় ক্রিকেট অত্যন্ত শক্তিশালী। আমার শুভেচ্ছা রইল।’

যদিও এর আগে সৌরভ বিনিকে মুখ খুলেছিলেন, কিন্তু তখন তিনি জানতেন না যে, যাকে নিয়ে তিনি মন্তব্য করছেন সে-ই হতে চলেছে আগামিদিনে তাঁর স্থলাভিষিক্ত। মূলত, মাসখানেক আগে বন্ধন ব্যাঙ্কের এক অনুষ্ঠানে ভিডিও ক্লিপ্ চালানো হয়। যেখানে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট ম্যাচের সময় সৌরভ-দ্রাবিড়-ভোগলে এই কমেন্ট্রি করছিলেন। সেই সময়ই দ্রাবিড় মহারাজকে আড্ডার ছলে বলেন, সৌরভ ৫-৬ ওভার বলের পরেই ক্লান্ত হয়ে পড়ত। সেই ভিডিও ক্লিপে স্টুয়ার্ট বিনিকে দেখা যায় জো রুটকে বল করতে।সঙ্গেসঙ্গে সৌরভ হালকা হেসে বলে দেন, “এই বিনি তো স্টুয়ার্ট বিনি, রজার বিনি নন।” বন্ধন ব্যাংকের ইভেন্টে হাজির থাকা শ্রোতারা যেমন হেসে গড়িয়ে পড়েন, তেমন সৌরভ নিজেও হাসতে থাকেন।