কে কে থাকবেন মুকুলের তালিকায়? কাঁপালে ভাজ পড়ল নেতাদের!

71

মুকুল রায়, পশ্চিমবঙ্গের বিজেপির উত্থানের এক অন্যতম দলীয় সৈনিক। অর্থাৎ যে দলটা আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুধুমাত্র খাতায় কলমে ছিল, এমনকি নির্বাচনের রেজাল্টে যাদের দুরবীন দিয়ে দেখতে হত, সেই দলটাকেই গত এক বছরে ভোটের ফলাফলের টেবিলে প্রাসঙ্গিক বানিয়ে ফেলেছেন মুকুল রায়। সারাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন মমতাকে। আর এই পারফরম্যান্সের কারণেই কিছুদিন আগেই জাতীয় কার্যনির্বাহী কমিটিতেও জায়গা পেয়েছেন মুকুল। অর্থাৎ চেয়ারম্যান মুকুল নির্বাচনের যাবতীয় কাজকর্ম দেখাশোনা করবেন। মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে রিটার্নিং অফিসারকে ডেপুটেশন, সব কিছুই নজরে থাকবে তাঁর। দলের প্রার্থী তালিকা বাছার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকেই। যারফলে শোনাযাচ্ছে, বাংলার বিজেপি নেতাদের ‘অনিদ্রা’ চলেছে পুজোর আগে থেকেই কারও কারও আবার কপালে ভাঁজ পড়তে শুরু করেছে । কারন, অনেকের মনেই সন্দেহের বাসা বেঁধেছে, তাঁদের প্রার্থী হিসেবে রাখবেন তো মুকুল, নাকি আপন ঘনিষ্ঠদেরই তিনি জায়গা দেবেন? মূলত, রাজ্য থেকে যে তালিকা তৈরি হবে, সেই তালিকাই দিল্লিতে কেন্দ্রীয় পার্টির দফতরে পৌছে যাবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি। আর তাতেই রাজ্যের কিছু নেতার এই দুশ্চিন্তার কারণ বিজেপি নেতা মুকুল রায়।
প্রসঙ্গত, রাজ্য নির্বাচন কমিটিতে ১৫ জন সদস্য রয়েছে। বিজেপির রাজ্য কমিটির উল্লেখযোগ্য মুখরা ওই কমিটিতে রয়েছেন। রাজ্য নেতৃত্বের একটি অংশের মতে মপুকুল রায় চেয়ারম্যান হতে পারেন। কিন্তু প্রার্থী নির্বাচনের ব্যাপারে তাঁর কথার সর্বোত্তম, এমন নয়৷ কমিটির ১৫ জনের মতামতের ভিত্তিতেই ৪২ জনের তালিকা তৈরি হবে।