কলকাতা পুলিশের মুকুটে প্রশংসার পালক জুড়ে দিল উত্তরবঙ্গের ছেলে ইলিয়াস

61

কলকাতার পুলিশের মুকুটে জুড়ে গেল আরো একটি প্রশংসার পালক। অর্থাৎ পুজোর ভিড়ে তিলোত্তমার এই মণ্ডপকে মসৃণ রেখে সকলের সবার নজর কেড়ে কলকাতা পুলিশের মুকুটে প্রশংসার পালক জুড়ে দিল পুলিশকর্মীর ইলিয়াস মিঞা । সাথেই কর্মীর ওই কর্তব্যকে কুর্নিশ জানিয়েছে পদস্থ লালবাজার। কর্তব্য পালনের অবিশ্বাস্য প্রাণশক্তিকে বাহবা দিয়েছে তাঁর উর্ধতন কর্তৃপক্ষ। উল্লেক্ষ্য, ইলিয়াস মিঞা উত্তরবঙ্গের বাসিন্দা। পুজোর কয়েকদিন দক্ষিণ কলকাতার বিখ্যাত পুজো ত্রিধারা সম্মিলনীর মণ্ডপে ভিড় সামলানোর দায়িত্বে ছিলেন তিনি । সেখানেই অভিনব কায়দায় জনতাকে নিয়ন্ত্রণ করে সবার নজর কেড়েছেন তিনি। কলকাতা পুলিশের ফেসবুক পেজে ইলিয়াসের এই ভিড় সামলানোর ভিডিও শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই তাতে লাইক এবং শেয়ারের ঝড় উঠেছে। সঙ্গে তরুণ এই পুলিশকর্মী উপচে পড়েছে ধন্যবাদের বার্তা।
প্রসঙ্গত, এক- আধবেলা নয়, চতুর্থী থেকে নবমী পর্যন্ত প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা বাঁশি বাজাতে বাজাতে, হাত-পা নাড়িয়ে, শরীর দুলিয়ে দুলিয়ে অক্লান্তভাবে ডিউটি করে গিয়েছেন তিনি। মুখে ক্লান্তি বা বিরক্তির লেশমাত্র নেই। ইলিয়াসের এমন ভঙ্গিমা দেখতে দেখতেই মণ্ডপে ঢুকেছে জনতা। আট থেকে আশি সকলেই অবাক হয়ে দেখেছে ইলিয়াসের প্রাণশক্তি।
দেখুন সেই ভিডিও…

ভিডিওটা দেখুন উত্তরবঙ্গের ছেলে, নাম ইলিয়াস মিঞা। কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল। পুজোর ডিউটি ছিল 'ত্রিধারা'-র মণ্ডপে।চতুর্থী থেকে নবমী লাগাতার এ ভাবেই ঘন্টার পর ঘন্টা বাঁশি বাজিয়ে নিজস্ব ভঙ্গিতে ভিড় সামলেছেন। অবিশ্বাস্য প্রাণশক্তির ভাণ্ডার নিয়ে।

Posted by Kolkata Police on Friday, October 19, 2018