ব্যাপক চাপে বঙ্গ বিজেপি,মমতার মুখে হাসি

184

ফের ঝটকা খেল ভারতী জনতা পার্টি।বিজেপি শিবিরে ভাঙন অব্যাহত।কিছুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন।কিন্তু নিজেদের ভুল বুঝতে ফের তৃণমূলে যোগ শতাধিক কর্মী সমর্থকরা।উল্লেখ্য,নবদ্বীপ পুরসভার ১৯ নং ওয়ার্ডে ‘দিদিকে বলো’ কর্মসূচির একটি অনুষ্ঠানে এদিন তাঁরা অনুষ্ঠানিক ভাবে যোগদান করলেন।এদিন তৃণমূল নেতা পুণ্ডরীকাক্ষ সাহা বলেন,লোকসভা নির্বাচনে ফলাফলের ঘোষনার দিন থেকেই নবদ্বীপে অশান্তির পরিবেশ সৃষ্টি করছে বিজেপি।নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ থেকে সর্বত্রই ভয় দেখিয়ে নবদ্বীপের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করছে ওরা। বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, সত্যকে গোপন করে কিছু মানুষকে নিজেদের দলে যোগদান করিয়ে ছিল। এখন তাদের মোহ ভঙ্গ হয়েছে। তারা আবার তৃণমূলে ফিরে আসছেন।

একসময়ে তৃণমূলের সক্রিয় কর্মী বিল্টু দাস দলবল নিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন। তিনি ওইদিন তৃণমূলের ‘দিদিকে বলো’ কর্মসূচিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। বিল্টুবাবু বলেন, বিজেপিতে কাজের পরিবেশ নেই। ওখানে কে নেতা হবেন সেই নিয়েই নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চরম। কাজেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে ও তাঁর দলের নেতৃত্বে কাজ করবার জন্যই তৃণমূলে যোগদান করলাম।