পুজোর আগেই খুশির খবর পেলেন প্রাথমিকের টেটের পরীক্ষার্থীরা

79

পুজোর আগেই খুশির খবর প্রাথমিকের টেট পরীক্ষার্থীদের জন্য! অর্থাৎ প্রাথমিকের টেট নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। তিনি জানান, টেটে ভুল প্রশ্ন করা হয়েছে অভিযোগ তুলে যাঁরা মামলা করেছিলেন, সেই পরীক্ষার্থীদের ভুল প্রশ্নে পুরো নম্বর দিতে হবে। তাঁদের চাকরি দিতে হবে তিনমাস মধ্যে।

প্রসঙ্গত, ২০১৫ সালে ১১টি প্রশ্ন ভুল বলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ৫০০ পরীক্ষার্থীরা । এবং মামলা হয়েছিল ২০১৭ সালে। এবং সঠিক উত্তরের জন্য বিচারপতি সমাপ্তি চট্টোপাধ‍্যায়, বিশ্বভারতীর উপাচার্যকে নিয়ে কমিটি গড়ে, কোনটা ঠিক উত্তর, আর কোনটি ভুল, তা রিপোর্ট আকারে মুখ বন্ধ খামে জমা দিতে নির্দেশ দেন তিনি । সেই কমিটি গত ১৯ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে একটি রিপোর্ট জমা দেয় । তাতে তারা ৬টি প্রশ্নকে ভুল বলে উল্লেখ করে । বুধবার ওই কমিটি চূড়ান্ত রিপোর্ট দেয়। সেই রিপোর্টে বলা হয় সাতটি প্রশ্ন ভুল। ওই রিপোর্ট দেখার পরই বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় মামলার নিষ্পত্তি করে রায় দেন, ওই সাতটি প্রশ্নের পূর্ণ নম্বর দিতে হবে এবং যে ৫০০ জন মামলা করেছেন, তাঁদের আগামী তিন মাসের মধ্যে চাকরি দিতে হবে।