তবে কি পুজোর মাসেও বেতন হচ্ছে না শিক্ষকদের?

74

সামনে উৎসব, বাঙালির সব থেকে বড় এবং জনপ্রিয় উৎসব। তার আগে নানা সমস্যায় জর্জরিত পশ্চিমবঙ্গ তথা কলকাতা।
এবার আবার এক দুঃসংবাদ রাজ্যের এসএসকে, এমএসকে-র ৫০০০০ শিক্ষকদের কাছে। কারন গত আগস্ট এবং সেপ্টেম্বরের বেতনই পায়নি তারা! এমনকি সেই টাকা কবে তারা হাতে পাবেন তারও কোনো নিশ্চয়তা নেই বলে অভিযোগ সেই সমস্ত শিক্ষকদের।
প্রসঙ্গত, মাসিক ৮৯৩০ টাকা করে এমএসকে এবং ৫৯৫৯ টাকা করে এসএসকে- র শিক্ষকরা মাসিক বেতন পান। সেই বেতন কেন্দ্র ৭০ শতাংশ এবং রাজ্য ৩০ শতাংশ দিয়ে একসাথে প্রদান করে। কেন্দ্র থেকে পাঠানো টাকা শিক্ষাদপ্তরের কাছে এসে, সেই টাকা সর্বশিক্ষা মিশন পঞ্চায়েতের দপ্তরে পাঠিয়ে দেয়। সেখান থেকেই বেতন দেওয়া হয় এই সমস্ত শিক্ষকদের।
এদিকে তাদের অভিযোগ কোনো পক্ষই এখন দায় নিতে প্রস্তুত নয়। ঈদের পর দূর্গা পুজোতেও যদি আমাদের এমন হয়, তাহলে যে কি করব আমরা?