নির্বাচন যত এগোচ্ছে, শাসক দলে বাড়ছে গোষ্ঠীদ্বন্দ? নবতম সংযোজন অনুব্রত গড়!

147

 

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রকট হচ্ছে শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্ব। আর এই নিয়ে প্রকাশ্যেই মুখ খুলতে শুরু করেছেন শাসক দলের নেতা-মন্ত্রীরা। অনুব্রতর গড়ে গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে এবার প্রকাশ্যে সরব হলেন রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। গতকাল নানুরের সভায় প্রকাশ্যে দলের গোষ্ঠিদ্বন্দ্ব নিয়ে সরব হলেন রাজ্যের মৎসমন্ত্রী। তিনি অভিযোগ করে বলেন, – “সামনে একে অপরের জন্য হাত তালি দিচ্ছে আবার পরক্ষণেই একের অপরের দুর্নাম করছে।” এমন বক্তব্যের পরেই শাসকদলের মধ্যেই শুরু হয়ে যায় চাপানউতর।

প্রসঙ্গত, হুগলীর জেলাসভাপতি দিলীপ যাদবের বিরুদ্ধে অভিযোগ যেন শেষই হচ্ছে না। কয়েকদিন আগে তাঁর বিরুদ্ধে সরব হয়েছিলেন বেচারাম মান্না। সোমবার আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারও দিলীপ যাদবের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ করে বলেন জেলা সভাপতি তাঁকে না জানিয়েই তাঁর এলাকায় সভা করছেন।এতে ভুল বার্তা যাচ্ছে দলের নীচু তলার কর্মীদের মধ্যে। এছাড়াও, কোচবিহার এবং আলিপুরদুয়ারে জেলা কমিটির অন্তরে নেতাদের মধ্যে প্রবল দ্বন্দ্বও প্রকাশ্যে আসছে বারবার।

এর পরে অনুব্রতর গড়ে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মৎসমন্ত্রীর মন্তব্য যেন সেই তালিকাতেই নব সংযোজন ঘটাল।

নির্বাচনের আগে এমন ঘটনা হামেশাই ঘটতে থাকে, তবে এবারের এই ঘটনাগুলি পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে শাসকদলের চিন্তা বাড়াবে না তো?